Advertisement
Advertisement

ভোপাল এনকাউন্টার বিশ্বাসযোগ্য নয়, সরব মুখ্যমন্ত্রী

তাঁর আশঙ্কা এই ধরনের ঘটনা ঘটতে থাকলে দেশের একতা ও সংহতিই প্রশ্নের মুখে পড়বে৷

Mamata Banerjee raises question over Bhopal encounter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 2, 2016 2:37 pm
  • Updated:November 2, 2016 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপালে জেল পালানো আট সিমি জঙ্গিকে খতম করার প্রসঙ্গে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, এই এনকাউন্টার বিশ্বাসযোগ্য নয়৷

ঘটনার কথা প্রকাশ হওয়া মাত্রই এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ প্রশাসন ও পুলিশের পরস্পরবিরোধী মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা৷ ঘটনায় ঘৃতাহুতি দিয়েছে এনকাউন্টারে প্রকাশিত একটি ভিডিও৷ সেখানে পুলিশের জঙ্গি মারার হুমকি থেকে শুরু করে জঙ্গিদের পোশাক এমনকী তাদের কাছ থেকে পাওয়া ছুরি নিয়েও নানা সন্দেহ দানা বেঁধেছে৷ সরকারের পক্ষ থেকে ঘটনার সাফাই দেওয়ার চেষ্টা হলেও, ভুয়া এনকাউন্টারের তত্ত্বই ক্রমশ দানা বাঁধছে৷ এবার এ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন মমতাও৷ এদিন এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে টুইটারে তিনি জানালেন, এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে৷ দীর্ঘকালীন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷ তবে তাঁর আশঙ্কা এই ধরনের ঘটনা ঘটতে থাকলে দেশের একতা ও সংহতিই প্রশ্নের মুখে পড়বে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement