Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

পাকবধের পর ভারতীয় দলকে শুভেচ্ছা মমতা-রাহুলের, এখনও চুপ মোদি

রবিবার পাকিস্তানকে কার্যত একপেশে ম্যাচে হারিয়েছে টিম ইন্ডিয়া।

Mamata Banerjee, Rahul Gandhi congratulates India team
Published by: Anwesha Adhikary
  • Posted:February 24, 2025 10:07 am
  • Updated:February 24, 2025 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছর আগে পাকিস্তানের কাছে হারের বদলা নিয়েছে ভার‍ত। পাকবধের আনন্দে উৎফুল্ল আপামর ভারতবাসী। সেই খুশিতে শামিল রাজনৈতিক নেতারাও। দলমত নির্বিশেষে রোহিত শর্মাদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীরা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে এখনও কোনও শুভেচ্ছাবার্তা আসেনি।

Advertisement

ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সের পর বিরাট কোহলির সেঞ্চুরি-সব মিলিয়ে রবিবার পাকিস্তানকে কার্যত একপেশে ম্যাচে হারিয়েছে টিম ইন্ডিয়া। তারপরেই সোশাল মিডিয়ায় অমিত শাহ লেখেন, ‘দুরন্ত পারফরম্যান্স।’ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘টিমওয়ার্কের সেরা উদাহরণ দেখেছে এদিনের ম্যাচ।’ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য শুভেচ্ছা জানান বিরাট কোহলিকে। ভারতীয় দলের পারফরম্যান্সেও তিনি মুগ্ধ।

ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ছেলেরা দুর্দান্ত জয় পেয়েছে। এই জয়ে আমি খুব খুশি। মর্যাদার লড়াইয়ে ভারতীয় দলের এই বিশাল জয়ের জন্য অভিনন্দন।’ রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে- এমন বহু নেতা শুভেচ্ছা জানিয়েছেন পাকবধকারী ভারতীয় দলকে। কিন্তু রোহিতদের শুভেচ্ছা জানাননি প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু এদিন তিনি কেন সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানাননি, সেই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও প্রধানমন্ত্রীর সোশাল মিডিয়ায় শোভা পাচ্ছে মন কি বাত, কৃষকদের বার্তার মতো নানা বিষয়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement