Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

ইন্ডিয়া জোটের নেতা হিসাবে খাড়গের নাম প্রস্তাব মমতার, সমর্থন কেজরির: সূত্র

কী বললেন খাড়গে?

Mamata Banerjee proposes Mallikarjun Kharge's name as INDIA alliance leader | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2023 6:26 pm
  • Updated:December 19, 2023 7:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়া জোটের বৈঠকে বড়সড় কৌশল বদল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এতদিন তৃণমূলের তরফে জোটের নেতা হিসাবে ভাসিয়ে দেওয়া হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম। কিন্তু জোটের বৈঠকে সবাইকে চমকে দিয়ে ইন্ডিয়া জোটের নেতা হিসাবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেন তৃণমূল নেত্রী নিজেই। মমতার সেই প্রস্তাবকে আবার সমর্থন করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

সূত্রের খবর মমতা বলেন, খাড়গে অভিজ্ঞ রাজনীতিক। তিনি ওবিসি সম্প্রদায় থেকে উঠে আসা। তাই তাঁকেই প্রধানমন্ত্রী মুখ করে ২০২৪-এর ভোটে লড়াইয়ের দিকে যাওয়া হোক। আপ সুপ্রিমো অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও (Arvind Kejriwal) সেই প্রস্তাবে সমর্থন করেন। যদিও সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন খাড়গে। সূত্রের খবর তিনি ওই বৈঠকে বলেন, তিনি গরিবের কল্যাণ করতে এসেছেন। এসব চান না। তাছাড়া ভোটের আগে এসব ঠিক করার দরকার নেই। কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘আগে ভোটে জিতি তার পর এসব ভাবা যাবে।’

Advertisement

[আরও পড়ুন: ‘স্বামী নির্যাতন করলেও সেটা ধর্ষণ’, পর্যবেক্ষণ গুজরাট হাই কোর্টের]

তাছাড়া মমতার প্রস্তাবে কেজরি ছাড়া প্রকাশ্যে আর কোনও দল সমর্থন করেনি বা সেভাবে উৎসাহ দেখায়নি। যদিও বৈঠক শেষে এমডিএমকে (MDMK) প্রধান ভাইকো বলে গিয়েছেন, “খাড়গেকে প্রধানমন্ত্রীর মুখ করার বিরোধিতা কেউ করেনি।” শেষ পর্যন্ত অবশ্য জোটের বৈঠকে কাউকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও মমতা যেভাবে খাড়গের নাম ঘোষণা করলেন সেটা তাৎপর্যপূর্ণ।

[আরও পড়ুন: মোদি-মমতার বৈঠকের দিন বিধায়কদের নিয়ে শুভেন্দুর কর্মসূচিতে ‘নারাজ’ সুকান্ত! প্রকাশ্যে অন্তর্কলহ]

রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূল (TMC) নেত্রী এদিন সুকৌশলে বুঝিয়ে দিলেন নেতৃত্বের জন্য তিনি লালায়িত নন। বিজেপিকে ক্ষমতাচ্যুত করায় তাঁর মূল লক্ষ্য। আবার একই সঙ্গে বুঝিয়ে দিলেন, রাহুল গান্ধীর নেতৃত্বের উপর তাঁর একেবারে আস্থা নেই। কংগ্রেসে আপত্তি নেই, আপত্তি রাহুলের অপরিপক্কতায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement