Advertisement
Advertisement
Mamata Banerjee

দেশজুড়ে আসন সমঝোতায় ৩০০-২৪৩ ফর্মুলা মমতার, বাংলা নিয়ে কী বললেন তৃণমূল নেত্রী?

ফের কাছাকাছি কংগ্রেস-তৃণমূল।

Mamata Banerjee proposes formula for seat sharing of INDIA alliance | Sangbad Pratidin

ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা-সোনিয়া। ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2023 9:12 pm
  • Updated:December 19, 2023 9:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে সময় বেশি নেই। তাই ইন্ডিয়া জোটের আসন সমঝোতার ক্ষেত্রে আর বিলম্ব করতে রাজি নয় তৃণমূল। মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া (INDIA) জোটের বৈঠকে তাই এই বিষয়েই সবচেয়ে বেশি জোর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আসন সমঝোতা নিয়ে এদিন জোটের বৈঠকে বিস্তারিত রোডম্যাপ তৈরি করে দিয়েছেন মমতা (Mamata Banerjee)।

তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই নিয়ে কোনওরকম ঢিলেমি করা চলবে না। যেভাবেই হোক ৩১ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া সেরে ফেলতে হবে। খুব বেশি হলে ৩ সপ্তাহ সময় দেওয়া হতে পারে। আসন সমঝোতার ক্ষেত্রে মমতার সূত্র, যে যেখানে শক্তিশালী সেখানে তার নেতৃত্বে লড়াই হোক। সব পক্ষকেই উদার মনোভাব নিয়ে নামতে হবে।

Advertisement

[আরও পড়ুন: মোদি-মমতার বৈঠকের দিন বিধায়কদের নিয়ে শুভেন্দুর কর্মসূচিতে ‘নারাজ’ সুকান্ত! প্রকাশ্যে অন্তর্কলহ]

মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে (Congress) প্রস্তাব দেন, গোটা দেশের ৫৪৩ আসনের মধ্যে কংগ্রেস একা লড়ুক ৩০০ আসনে। শরিকদের জন্য ছাড়া হোক বাকি ২৪৩ আসন। যে সব রাজ্যে বিজেপি (BJP) এবং কংগ্রেসের সরাসরি লড়াই, সেসব রাজ্যে কংগ্রেস একাই লড়ুক। আবার যে সব রাজ্যে আঞ্চলিক দলগুলি শক্তিশালী, সেসব রাজ্যে তাদের নেতৃত্ব ছেড়ে দেওয়া হোক। উদাহরণ হিসাবে বাংলায় তৃণমূলকে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিকে, বিহারে লালু-নীতীশকে, মহারাষ্ট্রে উদ্ধবপন্থী শিব সেনাকে নেতৃত্ব ছাড়া হোক। আবার কর্নাটক, তেলেঙ্গানা, কেরল, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের মতো রাজ্যে কংগ্রেস একাই লড়ুক।

[আরও পড়ুন: ‘স্বামী নির্যাতন করলেও সেটা ধর্ষণ’, পর্যবেক্ষণ গুজরাট হাই কোর্টের]

বাংলা নিয়ে মমতার সূত্র, যেহেতু বিধানসভার নিরিখে বাংলায় কংগ্রেস শূন্য, আবার লোকসভাতেও সাংসদ সংখ্যা মোটে দুই, তাই বাংলায় কংগ্রেসের জন্য ২টি আসন ছাড়বে তৃণমূল। বদলে অসম এবং মেঘালয়ে তৃণমূলের জন্য একটি করে আসন ছাড়ুক কংগ্রেস। যদিও কংগ্রেস সূত্রের খবর, এই প্রস্তাবে তারা নারাজ। বুধবার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে তলব করেছে এআইসিসি (AICC)। সেখানে প্রদেশ নেতাদের মত জানতে চাওয়া হবে। শেষমেশ হয়তো বাংলায় ৬ আসন চাইতে পারে কংগ্রেস। এ নিয়ে আগামী কয়েক দিনে বিস্তারিত আলাপ আলোচনা হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement