Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

চলতি মাসেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে!

এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা। তাঁর বরাবরের অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। কিন্তু এবার পরিস্থিতি আলাদা।

Mamata Banerjee likely to attend Niti Ayog meet in Delhi
Published by: Subhajit Mandal
  • Posted:July 18, 2024 1:32 pm
  • Updated:July 18, 2024 2:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই সফরের পর এবার দিল্লি। চলতি মাসেই রাজধানী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের শেষে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। ২৭ জুলাইয়ের ওই বৈঠকে যোগ দিতে পারেন মমতা।

এর আগে বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা (Mamata Banerjee)। তিনি নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। তাঁর বরাবরের অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কেন্দ্রের কাছে রাজ্যের বহু টাকা বকেয়া। একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাছাড়া আগের চেয়ে অনেক দুর্বল নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। মমতা নিজে নীতি আয়োগের বৈঠকে গিয়ে এই দুর্বল মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করলে রাজ্যের বকেয়া সমস্যার খানিকটা সুরাহাও হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠক শাহের, রাজ্যপালের দ্বারস্থ যোগী, উত্তরপ্রদেশে কি বড়সড় বদল?]

নীতি আয়োগের (Niti Ayog) বৈঠক ২৭ জুলাই। তার আগেই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২৩ জুলাই বাজেট পেশ। এমনিতে প্রতিবারই বাজেট অধিবেশনের আশেপাশে একবার দিল্লি যান মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের সংসদীয় দলের নেত্রীও বটে। দিল্লি গেলে তিনি দলের সাংসদদের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, বাজেট অধিবেশনের জন্য ওই সময় দিল্লিতে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেক্ষেত্রে মমতা-অভিষেক একসঙ্গে দলীয় সাংসদদের বার্তা দিতে পারেন বলেও খবর।

[আরও পড়ুন: ‘আমাদের রাজ্যে আসুন’, কর্নাটকে কোটা বিতর্কের মধ্যে লগ্নি টানতে আসরে অন্ধ্র-কেরল

এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেলে তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকে। বিভিন্ন বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। এবারও তেমন কর্মসূচি থাকতে পারে। তবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement