Advertisement
Advertisement
ফণী

মোদি দু’বার ফোন করেও পাননি মমতাকে, বিতর্কে ইতি টানল প্রধানমন্ত্রীর দপ্তর

মুখ্যমন্ত্রীকে না পেয়ে রাজ্যপালকে ফোন করেন প্রধানমন্ত্রী।

Mamata Banerjee Did Not Return PM's Calls During Cyclone Fani: Official
Published by: Soumya Mukherjee
  • Posted:May 5, 2019 6:00 pm
  • Updated:May 5, 2019 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে ঘূর্ণিঝড় ফণী নিয়ে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’বার ফোন করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। কিন্তু, নবান্ন থেকে ফোন তুলে জানানো হয় যে মুখ্যমন্ত্রী সফরে রয়েছেন। তিনি যখন ফিরবেন তখন প্রধানমন্ত্রীকে ফোন করে নেবেন। কিন্তু, সেটা আর তিনি করেননি।

শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, ফণীর ফলে সৃষ্ট হওয়া পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে কথা বলেছেন। কিন্তু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এপ্রসঙ্গে কোনও আলোচনা করেননি তিনি।

Advertisement

[আরও পড়ুন- ‘রাজীবের জন্যই প্রাণে বেঁচেছিলাম’, রাজনৈতিক শিষ্টাচারের পাঠ দিয়েছিলেন বাজপেয়ী]

যদিও তৃণমূলের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে। উলটে তাদের দাবি, শনিবার সকালে দু’বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে ফোন করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, তিনি সফরে ব্যস্ত আছেন। সফর থেকে ফেরার পর তিনি নিজেই প্রধানমন্ত্রীকে ফোন করে নেবেন। যদিও ফোন করেননি তিনি।

[আরও পড়ুন- অন্য মুডে সহকর্মীদের সঙ্গে মজা-খুনসুটি অভিনন্দনের, ভাইরাল ভিডিও]

এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, দেশের মধ্যে প্রথম এই ধরনের ঘটনা ঘটল। প্রথমবার ফোন করার সময় মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন তুলে এক কর্মচারী জানান, মুখ্যমন্ত্রী সফরের কারণে ব্যস্ত আছেন। সফর থেকে ফিরে আসার পর তিনি প্রধানমন্ত্রীকে ফোন করবেন। দ্বিতীয়বার ফোন করার পরেও ওই একই কথা বলেন তিনি।

শনিবার ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে ফোনে ফণী পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা হয় প্রধানমন্ত্রীর। পরে এপ্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণের কাজ কী রকম চলছে তা নিয়ে কথা হয়্ছেে। পরিস্থিতি নিজে চোখে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী ওড়িশা আসবেন বলেও জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement