ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ সম্মেলনের আগের নৈশভোজে আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নৈশভোজের জন্য শুক্রবার বিকালেই দিল্লি উড়ে যাবেন তিনি। শনিবার দিল্লি যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল দু’জনেই থাকবেন চাণক্যপুরী বঙ্গভবনে।
শনিবার রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দু’জনেই আমন্ত্রণ পেয়েছেন। প্রথমে ঠিক ছিল মুখ্যমন্ত্রী শনিবারই দিল্লি যাবেন। কিন্তু জি-২০ বৈঠকের জন্য শনিবার দিল্লিতে বিমান চলাচল থেকে শুরু করে গাড়ি চলাচল সব নিয়ন্ত্রণ করা হবে। কেন্দ্র সরকারের শীর্ষ আধিকারিকরা পর্যন্ত নিজের গাড়ি ব্যবহার করতে পারবেন না। সেই গতিবিধি নিয়ন্ত্রণের জন্য শুক্রবারই উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি উঠবেন চাণক্যপুরী বঙ্গভবনে।
এমনিতে মুখ্যমন্ত্রীর বিশেষ রাজনৈতিক কর্মসূচি নেই। তবে শোনা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর সঙ্গে দেখা করতে পারেন। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট নিয়ে, জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে। শনিবার নৈশভোজে অংশ নিয়ে রবিবার ফিরে আসবেন তিনি। শনিবার মমতার সঙ্গে ওই নৈশভোজে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা হতে পারে।
এদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোসও (CV Ananda Bose) শনিবার দিল্লি যাচ্ছেন ওই নৈশভোজে যোগ দিতেই। তার আগে জি-২০ সম্মেলনের শুভকামনায় শুক্রবার বাবুঘাটে গঙ্গা আরতিও করেছেন তিনি। শোনা যাচ্ছে, রাজ্যপালও শনিবার দিল্লির চাণক্যপুরী বঙ্গভবনেই উঠবেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.