Advertisement
Advertisement

কেজরির মঞ্চে মোদিকে বিঁধলেন মমতা

একনায়কতন্ত্র মানব না, কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ মমতার৷

Mamata Banerjee addresses a Jan Sabha at Azadpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 3:01 pm
  • Updated:June 22, 2022 3:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি ক্ষমতাচ্যুত হলেই দেশের মানুষ সুস্থভাবে বাঁচতে পারবেন৷ বৃহস্পতিবার রাজধানী দিল্লির আজাদপুরে আম আদমি পার্টির মঞ্চে দাঁড়িয়ে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর ঝাঁঝাল আক্রমণের প্রায় পুরোটা জুড়েই রইল সাধারণ মানুষের দুর্দশার কথা৷ রাজনীতি, ভোটব্যাঙ্ক নিয়ে তিনি যে খুব একটা চিন্তিত নন, এদিন ফের সে কথা প্রমাণ করলেন তৃণমূলনেত্রী৷ সাফ জানালেন, এটা কোনও ইগোর লড়াই নয়৷ প্রয়োজনে তিনি সব দলের কাছে যাবেন৷ যাতে কেন্দ্রের বিরুদ্ধে সব দল একজোট হতে পারে৷ এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাশে নিয়ে কেন্দ্রীয় সরকার তথা মোদির বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন মমতা৷ বললেন, ”দেশে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে৷ এই অবস্থায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ ছাড়া আর কোনও উপায় নেই৷”

এদিন মমতার গোটা ভাষণ জুড়েই ছিল সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা৷ ৫০ দিন তো দূরের কথা, সাধারণ মানুষের পক্ষে একদিনও কাটানো দুঃসাধ্য হয়ে যাচ্ছে বলে এদিন মন্তব্য করেন মমতা৷ বললেন, “ঘর ঘর মে শোর হ্যায়, হার আদমি রো রাহা হ্যায়৷” প্রায় প্রতিটি রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলেই সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে সবজি-বোঝাই ট্রাক৷ মমতার হুঙ্কার, “মানুষ কি হিরে খাবে? রোটি-কাপড়া-মকান, ইয়ে হ্যায় হিন্দুস্তান৷” মুখ্যমন্ত্রী বলেন, “কালো টাকা ওরা ফিরিয়ে আনুক বিদেশ থেকে। আমরা ওদের সঙ্গে সহযোগিতা করব৷” তাঁর হুঙ্কার, ”আমরা লড়াই করি। আমাদের দমানো যাবে না। আমাদের জেলে পুড়লেও না, গুলি করে মেরে ফেললেও না৷”

Advertisement

মমতার কথায়, গত নয়দিনে দেশের প্রায় ২ লক্ষ ২৫ হাজার কোটি টাকার লোকসান হয়েছে৷ এতে দেশ পিছিয়ে যাচ্ছে৷ এ নিয়ে সংসদেও সরব হয়েছে তৃণমূল৷ মমতা এদিন বলেন, “মানুষ পয়সার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারছে না৷ আমি মানুষের আশীর্বাদ নিয়ে দিল্লিতে এসেছি৷ বাচ্চারা বেবিফুড পাচ্ছে না৷” কেন্দ্রীয় অর্থমন্ত্রক যেভাবে প্রায় প্রতিদিনই টাকা তোলা-জমার ঊর্ধ্বসীমায় পরিবর্তন করছে, তাতে ক্ষুব্ধ মমতা বলেন, “কখনও বলছে ২০০০ তোলা যাবে, কখনও বলছে ৪০০০, কখনও বলছে কালি লাগাতে হবে৷ এতে ওদেরই মুখে কালি লাগছে৷ সাধারণ মানুষকে এত অবিশ্বাস!” মোদির এই পদক্ষেপকে তুঘলকি সিদ্ধান্ত বলে দাবি করে তৃণমূলনেত্রী জানিয়েছেন, ”আমি গোটা দেশে জনসভা করব৷ শুনব সবাই কী বলছে! সরকারের উচিত আরও টাকার জোগান দেওয়া। বাজার খোলার জন্য ওদের পদক্ষেপ নেওয়া উচিত৷”

প্লাস্টিক মানি প্রসঙ্গেও কেন্দ্রকে একহাত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি বলেন, “দেশের মাত্র ৪% মানুষ প্লাস্টিক মানি ব্যবহার করেন৷ বাকি ৯৬ শতাংশ মানুষ কি না খেতে পেয়ে মরবে? কৃষক, শ্রমিক, দিনমজুররা কী করবেন? ওরা প্লাস্টিক অর্থব্যবস্থার কথা বলছে। ওরা দেশের অবস্থা জানে৷ ছোট ব্যবসায়ীদের জন্যই আর্থিক সংকটের ছায়া ভারতে পড়েনি৷” মোদির ঘনঘন বিদেশযাত্রাকেও কটাক্ষ করতে ছাড়েননি মমতা৷ বললেন, “কয়েকদিন বিদেশে গিয়ে এরা বিদেশি হয়ে গিয়েছে৷ প্লাস্টিক ইকোনমির নামে দেশ বিক্রি করতে চলেছে৷” দেশের অবস্থা এখন জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে মন্তব্য করেন মমতা৷ তাঁর বক্তব্য, “দেশে তুঘলকি কারবার চলছে৷ আজ বলছে নোট বন্ধ, কাল বলবে খাবার বন্ধ, পরশু বলবে বাজার বনধ৷ ঘরে ঘরে মানুষ কাঁদছেন, এটা আচ্ছে দিন? বাজারে সবজি না পেলে কি এটিএম খাবে?” মোদির একনায়কতন্ত্রকে মানবেন না বলেও এদিন সোচ্চার হয়েছেন তিনি৷ তাঁর দাবি, “স্বরাষ্ট্রমন্ত্রকও জানে এই নিয়ম বেশিদিন চলবে না৷ ৫০ দিন সময় চাইছেন উনি, মানুষকে একদিন বাঁচতে দিন আগে৷ বিজেপিও খুশি নয় এই নিয়মে, আমার কাছে সেই খবরও আছে৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement