Advertisement
Advertisement

Breaking News

গরিবরা শান্তিতে ঘুমোচ্ছে না, এটা সাধারণ মানুষের অপমান: মমতা

এই পরিস্থিতিতে মানুষ যে শান্তিতে ঘুমোতে পারে না, এদিন মুখ্যমন্ত্রী আরও একবার তা স্পষ্ট করে দিলেন৷

Mamata Banerjee Accused PM Modi for Insulting Poor Men
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 14, 2016 1:54 pm
  • Updated:November 14, 2016 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম ছুটেছে ধনকুবেরদের৷ ঘুমের ওষুধ খেতে হচ্ছে তাঁদের৷ আর শান্তিতে ঘুমোচ্ছে সাধারণ গরিব মানুষ৷ সোমবার গাজিপুরে প্রধানমন্ত্রী এভাবেই নোট বাতিলের সিদ্ধান্তের সাফল্য তুলে ধরেন৷ প্রধানমন্ত্রীর এ বক্তব্য সামনে আসা মাত্র তার বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, সাধারণ মানুষ মোটেও শান্তিতে ঘুমোচ্ছে না৷

কালো টাকার বিরুদ্ধেই আছেন তিনি৷ কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি তাঁকে ভাবাচ্ছে৷ গোড়া থেকেই নিজের এ অবস্থান স্পষ্ট করেছেন মমতা৷ রাতারাতি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়া মাত্র, মানুষের হয়ে প্রশাসনের কাছে দরবার করেন তিনি৷ তুঘলকি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান৷ মমতার দাবি, তাঁর রাজ্যে অন্নত ৭০০ পঞ্চায়েতে ব্যাঙ্ক পরিষেবাই পৌঁছয়নি৷ এই পরিস্থিতিতে নোট বাতিলের সিদ্ধান্ত সাধারণ মানুষের উপর চরম আঘাত হয়েই নেমে আসবে বলে অভিমত ছিল তাঁর৷ কার্যত সে পরিস্থিতিই দেখা গিয়েছে রাজ্য জুড়ে৷ শনিবার শহরের একাধিক ব্যাঙ্ক ও এটিএম ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী৷ বহু মানুষ তাঁকে টাকা না পাওয়ার নালিশ করেন৷ এরপরই নবান্নে ফিরে মোদির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা৷ জানান, কোনওরকম পরিকল্পনা না করে, সংসদীয় গণতন্ত্রের তোয়াক্কা না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মোদি সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগও আনেন তিনি৷ প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতায় প্রয়োজন হলে সিপিএমের সঙ্গে একজোট হয়েও তিনি আন্দোলনে নামতে রাজি বলে জানান৷ এমনকী সংসদে তৃণমূল যে এই ইস্যুতে সরব হবে সেই ইঙ্গিতও দিয়ে রাখেন৷ তাঁর অভিযোগ ছিল, দেশকে ভাসিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বসে আছেন৷

Advertisement

জাপান থেকে ফিরেই প্রধানমন্ত্রী আবেগমথিত ভাষণে দেশবাসীর মন জয় করে নেন৷ নোট বাতিলের সিদ্ধান্তে যে সাধারণ মানুষই উপকৃত হচ্ছেন তা স্পষ্ট করে দেন৷ অন্য দেশ উপহার দেওয়ার জন্য মানুষের থেকে ৫০ দিন সময় চেয়ে নেন তিনি৷ এদিন গাজিপুরে আরও একবার তিনি জানান, নোট বাতিলের ফলে সাধারণ মানুষ শান্তিতেই ঘুমোচ্ছেন৷ কিন্তু এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন মমতা৷ প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করে জানান, সাধারণ গরিব মানুষ মোটেও শান্তিতে ঘুমোচ্ছে না৷ বরং এ কথা বলে সাধারণ মানুষকেই অপমান করছেন মোদি৷ তাঁর অনুরোধ, প্রধানমন্ত্রী যেন মানুষকে এভাবে আঘাত না করেন৷

এদিনও রাজ্যের বিভিন্ন অঞ্চলে টাকা না পেয়ে ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে৷ মোদি ধৈর্য ধরতে অনুরোধ করলেও বহু মানুষের প্রশ্ন, এই ক’দিন কি প্রধানমন্ত্রী খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবেন? বেলুড়ে উত্তেজিত জনতা ভাঙচুর করে এটিএম৷ সপ্তাহের প্রথম দিনই ব্যাঙ্ক বন্ধ হওয়ায় বেশ বিপাকেই পড়েছেন সাধারণ মানুষ৷ হাতে টাকা থাকলেও ২০০০ টাকার নোট খুচরো করতে না পারায় গেরোয় অনেকে৷ এই পরিস্থিতিতে মানুষ যে শান্তিতে ঘুমোতে পারে না, এদিন মুখ্যমন্ত্রী আরও একবার তা স্পষ্ট করে দিলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement