Advertisement
Advertisement

দিল্লিতে দিনভর ঠাসা কর্মসূচি তৃণমূল নেত্রীর, বিকেলে যোগ দেবেন কেজরির ধরনায়

সংসদের সেন্ট্রাল হলেও যাবেন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banarjee to attend Dharna in Delhi
Published by: Subhajit Mandal
  • Posted:February 13, 2019 10:50 am
  • Updated:February 13, 2019 10:50 am  

শুভময় মণ্ডল, দিল্লি: তৃণমূল সুপ্রিমোর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর মানেই একগুচ্ছ কর্মসূচি। বিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই, বিজেপি নেতৃত্বের একাংশের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিন ধরে সাংসদ থাকার সূত্রে দিল্লির রাজনীতিতে অতি পরিচিত মুখ বাংলার ‘দিদি’। তাই আর পাঁচটা দিল্লি সফরের মতো এবারেও ঠাসা কর্মসূচি রয়েছে তৃণমূলনেত্রীর। সকালে সংসদ ভবন, দুপুরে জিটিএ ওয়েলফেয়ার সোসাইটির ভবনের উদ্বোধন এবং সবশেষে কেজরিওয়ালের ধরনায় যোগদান।এবার দিল্লি সফরের প্রথম দিনটা ব্যস্ততার মধ্যেই কাটতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

[রাহুলের অনুপস্থিতিতে অনিশ্চিত বিরোধীদের স্ট্র্যাটেজি বৈঠক]

মেট্রো চ্যানেলে ধরনার সমাপ্তি ঘোষণার সময়ই তৃণমূল সুপ্রিম ঘোষণা করেছিলেন, এবার গণতন্ত্র বাঁচানোর দাবিতে ধরনা হবে খাস রাজধানীতে। সেই মতো ধরনায় যোগ দেওয়ার লক্ষ্যে মঙ্গলবারই দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা। আজ বিকেল তিনটে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উদ্যোগে ধরনা মঞ্চে যোগ দেবেন তিনি। তবে, তাঁর আগেও একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ সংসদ ভবনে যাবেন তৃণমূলনেত্রী। দীর্ঘদিন সাংসদ ছিলেন মমতা। তাই দিল্লি গেলে অন্তত একবার সংসদের সেন্ট্রাল হলে ঢুঁ মেরে আসেন তিনি। এবারও তাঁর ব্যতিক্রম নয়। সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। কথা বলবেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর ফিরবেন চাণক্যপুরীর বঙ্গভবনে। সেখান থেকেই সাকেতে গোর্খা ওয়েলফেয়ার সেন্টার ভবনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। দুপুরে একটি সাংবাদিক বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩ টে নাগাদ যন্তরমন্তরে কেজরিওয়ালের ধরনায় হাজির থাকার কথা মুখ্যমন্ত্রীর। সন্ধে ৬ টা পর্যন্ত সেখানেই থাকবেন মমতা।

Advertisement

[প্রিয়াঙ্কার রোড শো’য়ে চোরেদের পৌষমাস, খোয়া গেল ৫০টি মোবাইল]

যন্তরমন্তরে কেজরিওয়ালের ধরনায় মমতা বিকেল ৩টে নাগাদ হাজির হলেও, তা শুরু হ্চ্ছে দুপুর ১২টা থেকে। আগামিকালও এই ধরনা চলবে। তবে, মমতা আগামিকাল এই ধরনা মঞ্চে উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। মমতার পাশাপাশি ধরনা মঞ্চে উপস্থিত থাকতে পারেন অন্য বিরোধী দলের নেতারাও। হাজির থাকবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। থাকতে পারেন শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, আরজেডি, সপা-বসপার নেতারা। তবে, কংগ্রেসের অবস্থান এখনও স্পষ্ট নয়। আগামিকাল চিটফান্ডে প্রতারিত আমানতকারীদেরও একটি ধরনা কর্মসূচি রয়েছে যন্তরমন্তরে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement