Advertisement
Advertisement
Rahul Gandhi

রাহুলের যাত্রায় হামলার আশঙ্কা, নিরাপত্তা চেয়ে মমতাকে চিঠি উদ্বিগ্ন খাড়গের

রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কর্মীরা। ছেঁড়া হয়েছে পদযাত্রার পোস্টার। এর মধ্যেই রাহুলের পদযাত্রার নিরাপত্তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

Mallikarjun Kharge writes to CM Mamata Banerjee seeking security of Rahul Gandhi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 27, 2024 3:35 pm
  • Updated:January 27, 2024 5:02 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় হামলার আশঙ্কা! বাংলায় সোনিয়া তনয়ের কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস। শনিবার রাহুলের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বলে রাখা ভালো, সফরে কাটছাঁট করলেও রবিবার উত্তরবঙ্গে আসছেন সোনিয়া তনয়। রয়েছে একাধিক কর্মসূচিও।

কংগ্রেস সভাপতি চিঠিতে লিখেছেন, ‘দেশের ঐক্য মজবুত করতে মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ করছেন রাহুল গান্ধী। বাংলায় সেই পদযাত্রায় হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। সেই হামলা হতে পারে পদযাত্রা রুখে দিতে কিংবা রাজ্য প্রশাসনকে বদনাম করে দিতে।’ খাড়গের সংযোজন, ‘আপনার সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক বেশ ভালো। আশা করা যায়, রাহুল গান্ধী-সহ পদযাত্রায় অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করবেন।’ স্বাভাবিকভাবেই এই চিঠি ঘিরে জল্পনা বেড়েছে।  

Advertisement

[আরও পড়ুন: অফিসের স্ট্রেস থেকেই রাজ্যে বাড়ছে সন্ধ্যার পথদুর্ঘটনা! সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য]

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অসম থেকে বাংলায় প্রবেশ করে কংগ্রেসের ন্যায় যাত্রা। তবে মাঝপথেই সফরে ইতি টেনে দিল্লি ফিরে যান রাহুল। এবার রবিবার তথা ২৮ জানুয়ারি ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র কর্মসূচি জলপাইগুড়ি থেকে শুরু করবেন রাহুল। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা চলে আসবেন জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে। তার পর থেকেই শুরু হবে কর্মসূচি। সেই পদযাত্রায় দুষ্কৃতীরা বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এ প্রসঙ্গে নাম না করে অসমে রাহুলের যাত্রা চলাকালীন অশান্তির প্রসঙ্গও চিঠিতে তুলে ধরেন কংগ্রেস সভাপতি।

তাৎপর্যপূর্ণ ভাবে, লোকসভা নির্বাচনে বাংলায় একা লড়ার কথা বলেছেন তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতাকে কাছে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। শনিবার বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ মমতাকে ইন্ডিয়া জোটের কো-আর্কিট্যাক্ট বলেও উল্লেখ করেছেন। তবে আজ শনিবারই জলপাইগুড়িতে কংগ্রেসের পোস্টার ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ। স্থানীয় কংগ্রেস নেতারা আঙুল তুলেছেন শাসকদলের বিরুদ্ধে। এই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এই সমস্ত ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই।”          

[আরও পড়ুন: রেললাইনেই স্টোভ জ্বালিয়ে রান্না, চলছে পড়াশোনা! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement