Advertisement
Advertisement
Mamata Banerjee-Mallikarjun Kharge

জোট জট কাটাতে মলম, মমতাকে ফোন খাড়গের!

এর আগে জট কাটাতে একাধিকবার বার্তা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। সূত্রের খবর, বৃহস্পতিবার ফোনে তৃণমূল সুপ্রিমোকে ফোন করে কথা বলেন খাড়গে। জোট নিয়ে কথা হয়েছে বলে খবর। তবে এ বিষয়ে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Mallikarjun Kharge speaks to Mamata Banerjee on allaince with TMC
Published by: Sucheta Sengupta
  • Posted:January 25, 2024 8:47 pm
  • Updated:January 25, 2024 9:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সঙ্গে জোট নিয়ে জটিলতা কাটাতে মরিয়া কংগ্রেসের (Congress) শীর্ষ নেতৃত্ব। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, বৃহস্পতিবার ফোনে তৃণমূল সুপ্রিমোকে ফোন করে কথা বলেন খাড়গে। জোট নিয়ে কথা হয়েছে বলে খবর। তবে এ বিষয়ে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জোট  নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেস-তৃণমূল (TMC) দ্বন্দ্ব চলছে।  কংগ্রেসের কাছে  অপমানিত হওয়ার অভিযোগে তিনি লোকসভা নির্বাচনে একা চলার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশের বার্তা, ”মমতাজিকে ছাড়া জোট ভাবা যায় না।” বুধের পর বৃহস্পতিবারও তিনি জোট লড়াইয়ের বার্তা দিয়েছেন। 

Advertisement

[আরও পড়ুন: ‘যুগান্তকারী বদলের সময়’, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির]

লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) যত এগিয়ে আসছে ততই চওড়া হচ্ছে INDIA জোটের ফাটল। বাংলার পাশাপাশি পাঞ্জাবেও কংগ্রেসের ‘হাত’ ছেড়েছে আম আদমী পার্টি (AAP)। কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে বিহারের নীতীশ কুমারেরও। অথচ বিজেপির বিরুদ্ধে সকলকে নিয়ে লড়তে চায় কংগ্রেস। আর এই বিজেপি বিরোধী লড়াইয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। এমন পরিস্থিতিতে তৃণমূলের অবস্থান নিয়ে চিন্তা বেড়েছে হাতশিবিরে। ফলে মমতার মান ভাঙাতে এবার সরাসরি ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 

[আরও পড়ুন: বিহারের রাজনীতিতে নতুন ‘নাটক’! লালুদের ছেড়ে বিজেপির হাত ধরবেন নীতীশ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement