Advertisement
Advertisement
PM Modi

আফিম খেয়ে ঘুমোচ্ছিলেন নাকি? চিনা আগ্রাসন নিয়ে মোদিকে তোপ খাড়গের

অরুণাচল প্রদেশের ৩০টি এলাকার নতুন নামকরণ চিনের।

Mallikarjun Kharge slams PM Modi on China issue

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 5, 2024 12:03 pm
  • Updated:April 5, 2024 12:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তোপ দাগলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। প্রধানমন্ত্রীকে তাঁর প্রশ্ন, চিন যখন ভারতে ঢুকে তখন কি আফিম খেয়ে ঘুমোচ্ছিলেন? উল্লেখ্য, দিনকয়েক আগে অরুণাচল প্রদেশের ৩০ জায়গার নতুন নামকরণ করেছে চিন। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।

অরুণাচলকে নিজেদের রাজ্য জ্যাংনান হিসাবেই দাবি করে যাচ্ছে চিন (China)। বেজিংয়ের সরকারি বিজ্ঞপ্তিতে জ্যাংনান প্রদেশের তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়েছে। এই তালিকায় ১২টি আবাসিক এলাকা, ১১টি পাহাড়, চারটি নদী, একটি সুড়ঙ্গ ও দুটি খালি এলাকার উল্লেখ আছে। তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের পরেই তোপ দাগে ভারতীয় বিদেশমন্ত্রক। বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, “নির্বোধের মতো কাজ করেছে চিন। নতুন নামকরণ করলেও বাস্তবটা বদলে যাবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে আর থাকবে। বেজিংয়ের এই পদক্ষেপ করা নিন্দা করছে ভারত। নতুন নামকরণ মেনে নেওয়া হবে না।”

Advertisement

[আরও পড়ুন: যৌথ প্রচারে নেই কর্মীরা, জোট হলেও সমন্বয় কই? প্রশ্নের মুখে বাম-কংগ্রেস নেতৃত্ব

তবে কংগ্রেস সভাপতির প্রশ্ন, চিনকে অরুণাচল প্রদেশে ঢোকার সুযোগটাই বা দেওয়া হল কেন? প্রধানমন্ত্রীকে ‘মিথ্যাবাদীদের সর্দার’ বলে তোপ দেগে খাড়গে বলেন, “মোদি বলেন ওনার ৫৬ ইঞ্চি, উনি ভয় পান না। যদি ভীত হয়ে না থাকেন তাহলে আমাদের ভূখণ্ড কেন চিনের হাতে তুলে দিয়েছেন? চিন যখন ভারতে অনুপ্রবেশ করছে, তখন কি আপনি ঘুমোচ্ছিলেন? ঘুমের ওষুধ খেয়েছিলেন? নাকি রাজস্থানের খেত থেকে আফিম নিয়ে গিয়ে আপনাকে খাইয়ে দিয়েছিল?”

উল্লেখ্য, অরুণাচলে ভারত সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে। তাতেই ফের চিনা আপত্তি ওঠা শুরু করেছে। সেই নিয়ে প্রশ্ন করা হল বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, অরুণাচল নিয়ে ভারতের অবস্থান শুরু থেকেই এক। বার বার সে কথা বলাও হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চিন যাই বলুক ভারতের অবস্থান বদলাবে না।

[আরও পড়ুন: আজ থেকেই রাজ্যে শুরু ভোটগ্রহণ! কারা ভোট দিতে পারবেন বাড়িতে বসে?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement