Advertisement
Advertisement

Breaking News

Mallikarjun Kharge

‘ভুল করে তৈরি হয়েছে NDA সরকার, যে কোনও সময় পড়ে যাবে’, খোঁচা খাড়গের

'কংগ্রেস আসলে ৯৯-এর চক্করে পড়ে গিয়েছে', খোঁচা এনডিএর।

Mallikarjun Kharge says NDA government formed by mistake
Published by: Biswadip Dey
  • Posted:June 15, 2024 8:55 am
  • Updated:June 15, 2024 12:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল করে তৈরি হয়ে গিয়েছে এনডিএ সরকার। এই সরকার যে কোনও সময় পড়ে যেতে পারে। এভাবেই কেন্দ্রে সদ্যগঠিত সরকারকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

ঠিক কী বলেছেন তিনি? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ভুল করে তৈরি হয়ে গিয়েছে এনডিএ। মোদিজি তো জনাদেশই পাননি। এটা সংখ্যালঘুদের সরকার। এই সরকার যে কোনও সময় পড়ে যেতে পারে। আমরাও সেটা চাই। তাতেই দেশের ভালো হবে। আমরা সকলে মিলে একযোগে কাজ করব দেশকে শক্তিশালী করে তুলতে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ভালো কিছু হতে দিতে চান না। কিন্তু আমরা সকলে মিলে দেশটাকে মজবুত করে গড়ে তুলব।”

Advertisement

খাড়গের এমন মন্তব্যে বিজেপি (BJP) কোনও প্রতিক্রিয়া এখনও জানায়নি। তবে এনডিএর আর এক সদস্য জেডিইউ কিন্তু মুখ খুলেছে। নীতীশের দলের নেতা মুকেশ কুমার বলেছেন, ”কংগ্রেস আসলে ৯৯-এর চক্করে পড়ে গিয়েছে।” তিনি মনে করিয়ে দিয়েছেন, ১৯৯১ সালে একই পরিস্থিতি ছিল কংগ্রেসের। বিজেপি যে সংখ্যক আসন পেয়েছে, নরসিমহা রাওয়ের দলও একই আসন পেয়েছে। তখন হাত শিবিরও মিলিজুলি সরকারও গড়েছিল। সেকথা তুলে খাড়গের ‘বুদ্ধিমত্তা’ তুলে খোঁচা দিতে দেখা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: উপনির্বাচনেও বাম-কংগ্রেস জোট, হাত শিবিরকে ১ আসন ছেড়ে প্রার্থী ঘোষণা সেলিমদের]

এদিকে ইন্ডিয়া জোটের আর এক সদস্য আরজেডি যথারীতি খাড়গের পাশেই দাঁড়িয়েছেন। লালু-তেজস্বীর দলের মুখপাত্র ইজাজ আহমেদ বলছেন, ”খাড়গে একদম ঠিক বলেছেন। জনপ্রিয় জনাদেশ মোদি সরকারের বিরুদ্ধেই গিয়েছে। ভোটাররা ওঁকে মেনে নেয়নি। তবু উনি ক্ষমতা ধরে রেখেছেন।”

প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু এবার ২৭২-এর ম্যাজিক ফিগার থেকে দূরেই রয়েছে পদ্ম শিবির। আর তাই নীতীশ-নায়ডুদের সঙ্গে হাত মিলিয়ে গড়তে হয়েছে সরকার। শরিকি চাপের মুখেই সরকার চালাতে হবে বিজেপিকে, এমন সম্ভাবনা জোরালো। এই পরিস্থিতিতে সুযোগ পেলেই মোদিকে (PM Modi) খোঁচা দেওয়ার কোনও সুযোগ যে খাড়গেরা ছাড়তে চাইবেন না তা পরিষ্কার।

[আরও পড়ুন: ‘চুপ করে বসে থাকব না’, ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যের রিপোর্ট না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ