সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাবণে’র পর এবার ‘ইঁদুর’। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ভারত জোড়ো যাত্রায় রাজস্থানের আলওয়ারে এক জনসভায় তাঁর বক্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে।
ঠিক কী বলেছেন কংগ্রেস সভাপতি? সম্প্রতি অরুণাচলের তাওয়াংয়ে চিনা আগ্রাসন প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ”উনি (মোদি) বাইরে সিংহের মতো কথা বলেন। কিন্তু ভিতরে ভিতরে উনি ইঁদুর। আমরা দেশের সঙ্গে আছি। কিন্তু সরকার তথ্য গোপন করছে।” এখানেই শেষ নয়। বিজেপিকে আক্রমণ করে খাড়গের কটাক্ষ, ”আপনাদের বাড়ির কুকুরটাও কি দেশের জন্য প্রাণ দিয়েছে? তাও আপনারা নিজেদের দেশভক্ত বলে দাবি করেন। অথচ আমরা কিছু বললেই আমাদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হয়।” পাশাপাশি তাঁর দাবি, কংগ্রেস দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মতো নেতানেত্রীরা তাঁদের প্রাণ উৎসর্গ করেছেন।
এই বিতর্কের রেশ পৌঁছে গিয়েছে সংসদেও। মঙ্গলবার সংসদের অধিবেশন শুরু হতেই বিজেপি দাবি করে, খাড়গেকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেন, ”আলওয়ারে আপত্তিজনক ভাষা প্রয়োগ করার জন্য মল্লিকার্জুন খাড়গেকে ক্ষমা চাইতে হবে।” এর জবাবে খাড়গের পালটা আক্রমণ, ”যে মানুষরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, আপনারা তাঁদের ক্ষমা চাইতে বলছেন?”
উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এই প্রসঙ্গে কার্যত ভর্ৎসনার সুরে বলেন, ”দেশের ১৩৫ কোটি মানুষ আপনাদের দেখছে। আমরা কিন্তু খুব খারাপ উদাহরণ তৈরি করছি। মানুষের সংসদের উপর থেকেই মোহভঙ্গ হয়ে যাচ্ছে। এই ধরনের প্রদর্শন… আমাদের খুব, খুব খারাপ হিসেবে প্রতিপন্ন করে।” সব মিলিয়ে খাড়গের মন্তব্য ঘিরে সরগরম সংসদও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.