সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুড়ি বছর পরে কংগ্রেসের সভাপতি পদে বসতে চলেছেন গান্ধী পরিবারের বাইরের কোনও নেতা। সোমবার দেশজুড়ে চলবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলবে। নির্বাচনের ফলাফল জানা যাবে ১৯ অক্টোবর। কংগ্রেস প্রেসিডেন্ট হওয়ার লড়াই মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের মধ্যে। তবে প্রায় সকলেই একমত, সভাপতির কুরসিতে বসতে চলেছেন খাড়গেই।
সোমবার দিল্লিতে AICC দপ্তরেই ভোট দেবেন সোনিয়া গান্ধী ও তাঁর কন্যা প্রিয়ঙ্কা। ভারত জোড়ো যাত্রায় ব্যস্ত থাকার কারণে কর্ণাটক থেকেই ভোট দেবেন রাহুল গান্ধী। ভারত যাত্রায় অংশগ্রহণকারী ৪০ জন কংগ্রেস কর্মীও কর্ণাটকেই ভোট দেবেন। তাছাড়া প্রত্যেকটি রাজ্যের কংগ্রেস কর্মীরা ভোট দেবেন নিজের রাজ্য থেকেই। তবে বেশ কিছু রাজ্যে কংগ্রেসের ভোটার তালিকায় গরমিল রয়েছে। সেই নিয়ে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে নির্বাচনের আগেই ফলাফল কার্যত সকলেরই জানা। গান্ধী পরিবারের প্রিয়পাত্র হিসাবে মল্লিকার্জুন খাড়গেই এই দৌড়ে এগিয়ে রয়েছেন। কিন্তু সভাপতি পদের আরেক দাবিদার শশী থারুর অভিযোগ করেছেন, ভোটের আগে পক্ষপাতিত্ব করেছেন রাজ্য কংগ্রেসের নেতারা। যখন তিনি রাজ্যগুলিতে প্রচার করতে গিয়েছেন, কেউই সেভাবে তাঁকে সহযোগিতা করেনি। উলটো দিকে খাড়গের প্রচারের সময় তাঁকে সাদর আপ্যায়ন করেছেন রাজ্য কংগ্রেসের নেতারা।
কংগ্রেসের সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়া নিয়েও কম নাটক হয়নি। সূত্র মারফত জানা যায়, এক ব্যক্তি এক পদ নীতি মানতে নারাজ ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার আগে মুখমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিতে রাজি হননি তিনি। ফলে গভীর সংকট তৈরি হয় রাজস্থানে। সরকার পড়ে যাওয়ারও পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত সমস্ত ভুল বোঝাবুঝির দায় নিজের কাঁধে নিয়ে সভাপতি হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন গেহলট। তবে নির্বাচনের ফলাফল যাই হোক, কংগ্রেসের রাশ যে গান্ধী পরিবারের হাতেই থাকবে, তা নিয়ে কোনও সংশয় নেই বিশেষজ্ঞদের মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.