Advertisement
Advertisement
AICC meeting

AICC-র বৈঠকে উঠে এল ভোটার কার্ড বিতর্ক, দলিত অগ্রাধিকারের বার্তা রাহুলের

'পদে থেকেও দলের কাজ না করলে বিশ্রাম নিন', কড়া বার্তা খাড়গের।

Mallikarjun Kharge and Rahul Gandhi's massege from AICC meeting in Gujarat
Published by: Amit Kumar Das
  • Posted:April 9, 2025 1:32 pm
  • Updated:April 9, 2025 2:56 pm  

সোমনাথ রায়, আহমেদাবাদ: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা ভোটার কার্ড বিতর্ক উঠল কংগ্রেসের অধিবেশনে। গান্ধী-প্যাটেলদের ভূমিতে বুধবার সবরমতীর পারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মুখে শোনা গেল ভোটার কার্ড কারচুপি ও ইভিএম বিতর্কের কথা। আরও একবার মহারাষ্ট্রে বিজেপির জয়ের নেপথ্যে ভোটার কার্ড কেলেঙ্কারিকেই দায়ী করলেন কংগ্রেস সভাপতি। আগেরদিন কর্মসমিতির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে তোপ দাগার পাশাপাশি অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিত্বের পক্ষে সওয়াল করেছেন রাহুল গান্ধী।

বুধবার সভার শুরুতেই কংগ্রেসের অতীত গৌরবের কথা স্মরণ করান খাড়গে। পাশাপাশি বিজেপিকে তোপ দেগে বলেন, ‘ওদের শাসনে দেশের গণতন্ত্র বিপদের মুখে। লোকসভায় বিরোধী দলনেতা (রাহুল গান্ধী)কে বলতে দেওয়া হচ্ছে না। যেখানে বিরোধী দলনেতাকে বলতে দেওয়া হয় না, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।’ ইভিএম ও ভোটার কার্ড ইস্যুতে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে খাড়গে বলেন, “ভোটার কার্ড নিয়ে প্রচুর দুর্নীতি হচ্ছে। মহারাষ্ট্রে যা হল তা গণতন্ত্রের জন্য কলঙ্কের। লোকসভার কয়েকমাস বাদেই বিধানসভায় এখান আশ্চর্যভাবে ভোটার সংখ্যা ব্যাপক বেড়ে গেল?” এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে খাড়গে বলেন, ”ভোটার কার্ড দুর্নীতি নিয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি।” পাশাপাশি ইভিএম ইস্যুতেও খাড়গের দাবি, পৃথিবীর সব জায়গায় নির্বাচনে ব্যালট ব্যবহার করা হয়। অথচ এখানে ইভিএম। ইভিএমকে বিজেপির জয়ের মেশিন বলে ইঙ্গিতে বুঝিয়ে দেন খাড়গে। এছাড়াও, অবিজেপি রাজ্যের প্রতি মোদি সরকারের বৈমাতৃসুলভ আচরণ। ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা, বিধানসভায় পাশ হওয়া বিল অন্যায়ভাবে রাজ্যপালের আটকে রাখার মতো ঘটনা তুলে ধরেন খাড়গে। পাশাপাশি রাজ্যে রাজ্যে কংগ্রেসের দলীয় কোন্দল নিয়ে এদিন কড়া বার্তা দেন খাড়গে। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “যারা পদে থেকেও দলের কাজ করেন না, তারা বিশ্রাম নিয়ে নিন।” নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে জেলা কমিটির মতকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও এদিন জানান খাড়গে।

Advertisement

মঙ্গলবার হয়ে যাওয়া বৈঠকে ফের দলিত অগ্রাধিকারের বার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। অনগ্রসর শ্রেণীর প্রতিনিধিত্বের পক্ষে সুর চড়িয়ে বলেছেন, দলের নেতাদের ওবিসিদের প্রতি নজর দিতে হবে। রাহুল স্বীকার করেন নেন, কংগ্রেস ব্রাহ্মণ, দলিত ও মুসলিমদের মধ্যে আটকে গিয়ে ওবিসি-দের কথা ভুলে গিয়েছে। মুসলিম-সহ সংখ্যালঘুদের সমস্যা নিয়ে আমরা সরব হই বলে সমালোচনা হয়। কিন্তু ভয় পেলে চলবে না। ওবিসিদের ‌সমর্থন আদায়ে আরও ‘‌সক্রিয়’‌ হওয়ার বার্তা দেওয়া হয়েছে। দলের নেতারাও মনে করছেন, আগামী দিনে দলের রাজনৈতিকভাবে শক্তিশালী হতে গেলে ওবিসি ভোটে বিশেষ নজর দেওয়া জরুরি।

তবে বুধবারের সভায় আলোচিত বিষয়ের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভোটার কার্ড ইস্যু। ভোটে জিততে বাংলায় বিজেপি ভোটার কার্ড কারচুপি শুরু করেছে বলে অভিযোগ তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন ভুয়ো ভোটার ব্যবহার করে ভোট বাড়িয়ে বিধানসভায় জেতার চেষ্টা করছে বিজেপি। ভিনরাজ্যের বাসিন্দাদের নাম তোলা হচ্ছে বাংলার ভোটার লিস্টে এমন দাবি করেছিলেন তিনি। একইসঙ্গে ‘ভূতুড়ে’ ভোটার শনাক্ত করতে রাজ্যে একটি কমিটিও গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আহমেদাবাদের কংগ্রেসের কর্মসমিতির বৈঠকেও শোনা গেল সেই ইস্যু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement