Advertisement
Advertisement

জাতীয় সংগীত অবমাননার অভিযোগে গ্রেফতার লেখক

লেখকের সমর্থনে সোশ্যাল মিডিয়াতেও মুখ খুলেছেন বহু মানুষ৷

Malayalam writer Kamal C Chavara arrested for ‘insulting’ national anthem
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 5:29 pm
  • Updated:December 18, 2016 5:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা শুরুর আগে প্রেক্ষাগৃহে জাতীয় সংগীত বাজানোর নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এরপর থেকেই দেশে জাতীয় সংগীত অবমাননার একাধিক অভিযোগ উঠছে৷ এবার সেই একই অভিযোগে গ্রেফতার করা হল কেরলের এক লেখককে৷ তবে প্রেক্ষাগৃহের কারণে নয়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর উপন্যাসে জাতীয় সংগীতের অবমাননা করেছেন৷

সদ্য প্রকাশিত উপন্যাসের অংশবিশেষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন লেখক কমল সি চাভারা৷ তিনি আবার নাট্যকর্মীও৷ সে উপন্যাসে তিনি লিখেছিলেন, স্কুলে বাচ্চাদের টয়লেট পেলে যাওয়ার অনুমতি দেওয়া হয় না৷ কিন্তু ঠিক সময় প্রার্থনায় জাতীয় সংগীত গাওয়ার জন্য দাঁড় করানো হয়৷ যেহেতু টয়লেটে যাওয়া তাঁর কাছে জাতীয় সংগীত গাওয়ার থেকে গুরুত্বপূর্ণ, তাই তিনি কোনওদিন ভাল ছাত্র হয়ে উঠতে পারেননি৷ এই মন্তব্যকেই অবমাননাকর মনে করেছে সে রাজ্যের বিজেপি যুব মোর্চা৷ তাদের তরফেই এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানানো হয়৷ এরপরই পুলিশ তদন্তে নামে, লেখকের বাড়ি সার্চ করে৷ এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তিনি সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হন৷ জানান, তাঁর ফেসবুক পোস্ট পাবলিক৷ তাহলে পুলিশ তাঁর বাড়ি সার্চ করছেই বা কেন? পাশাপাশি নিজের কথা প্রত্যাহারও করতে চাননি তিনি৷ প্রাথমিক তদন্তের পর ওই লেখককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷ লেখকের সমর্থনে সোশ্যাল মিডিয়াতেও মুখ খুলেছেন বহু মানুষ৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement