Advertisement
Advertisement

Breaking News

Kamal Haasan

নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে আক্রান্ত কমল হাসান

নির্বাচনী প্রচার সেরে চেন্নাই ফেরার সময় হয় হামলা।

Makkal Needhi Maiam chief Kamal Haasan's car allegedly attacked by a man
Published by: Monishankar Choudhury
  • Posted:March 15, 2021 8:38 am
  • Updated:March 15, 2021 12:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাডুর (Tamil Nadu) বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এই হাইভোল্টেজ ভোটের আবহে আক্রান্ত হলেন অভিনয় জগৎ থেকে রাজনীতির আঙিনায় পা রাখা তামিল সুপারস্টার কমল হাসান (Kamal Haasan)।

[আরও পড়ুন: ‘নন্দীগ্রামে মমতার উপর হামলা হয়নি’, ‘দুর্ঘটনা’র তত্ত্বে সিলমোহর কমিশনের!]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার নির্বাচনী প্রচার সেরে চেন্নাই ফেরার সময় ‘মাক্কাল নিধি মাইয়াম’ (MNM) দলের প্রধান কমল হাসানের গাড়িতে হামলা চালায় এক মদ্যপ ব্যক্তি। তারপরই হামলাকারীকে ধরে ফেলেন তাঁর সমর্থকরা। উত্তম মধ্যম দিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় আঘাত পাননি হাসান। এদিকে, এমএনএম দলের নেতা তথা প্রাক্তন আইপিএস অফিসার এ জি মৌর্য জানান, হামলায় কমল হাসানের গাড়ির কাচ ভেঙে গিয়েছে। হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হামলার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ জানিয়ে তিনি জানান, হামলা চালিয়ে তাঁদের দলকে ভয় দেখানো যাবে না।

উল্লেখ্য, তামিলনাড়ুতে ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি-এআইডিএমকে জোট।পালটা ডিএমকে-কংগ্রেস জোট গেরুয়া শিবিরকে মসনদ থেকে সরাতে বদ্ধপরিকর। এহেন পরিস্থিতিতে কমল হাসান ঘোষণা করেছেন, তাঁর দল MKM নির্বাচনে ১৫৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।এদিকে এমকে স্ট্যালিনের (M. K. Stalin) ডিএমকে’র (DMK) সঙ্গে সিপিএমের (CPM) আসন রফাও হয়ে গিয়েছে। ছ’টি আসন সিপিএমকে ছাড়ছে ডিএমকে। সব মিলিয়ে দাক্ষিণাত্যের রাজ্যটির নির্বাচন রীতিমতো টানটান উত্তেজনায় পূর্ণ থাকবে বলে মত বিশ্লেষকদের।

[আরও পড়ুন: মোদি-শাহকে চিঠি লিখেও উত্তর না পেয়ে আত্মঘাতী সাতবারের সাংসদ! অভিযোগ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement