Advertisement
Advertisement

নতুন স্কিমে বিশেষ সুযোগ আয়করদাতার

আয়ের ঘোষণার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর হলেও আয়কর ৩০ নভেম্বরের মধ্যে জমা করলেই চলবে৷

Make full use of the Income Declaration Scheme, 2016
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 5, 2016 9:42 am
  • Updated:July 5, 2016 9:42 am  

স্টাফ রিপোর্টার: এখনও যাঁরা সম্পূর্ণ কর দেননি, তাঁদের জন্য ইনকাম ডিক্লেয়ারেশন স্কিম ২০১৬ নিয়ে এল আয়কর দফতর৷ পশ্চিমবঙ্গ ও সিকিমের আয়কর দফতরের প্রিন্সিপাল চিফ কমিশনার যৌথ উদ্যোগে নতুন এই স্কিমে বিশেষ সুযোগ দিয়েছেন আয়করদাতাদের জন্য৷
এখনও যাঁরা আয়ের হিসাব সরকারকে জানাননি তাঁদের আইনি সমস্যায় পড়তে হত৷ কিন্তু কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে জানিয়েছিলেন, দেশের নাগরিকরা অসাধু নন৷ তাঁদের উপর ভরসা করতে হবে৷ বিশ্বাস করতে হবে৷ এদিন সেই কথার সূত্র ধরেই প্রিন্সিপাল চিফ কমিশনার এ এ শংকর বলেছেন, “সব নাগরিককে দেশ গড়ার কাজে সুযোগ দেওয়া হবে এই ইনকাম ডিক্লেয়ারেশন স্কিমের মাধ্যমে৷ কারণ নাগরিকদের প্রদেয় আয়করের একটি অংশ কেন্দ্রের কৃষি দফতরে সরাসরি চলে যাবে৷”

incometax1_web

Advertisement

ইনকাম ডিক্লেয়ারেশন স্কিম ২০১৬-র ঘোষণা করছেন এ এ শংকর, আশিস ভার্মা ও রাকেশ গোয়েল৷

সোমবার৷ ছবি: প্রবীর বন্দ্যোপাধ্যায়।

নতুন এই স্কিম অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০১৬-র মধ্যে সকল ব্যক্তিকে তাঁর অপ্রকাশিত সম্পত্তি ও অঘোষিত আয় আয়কর দফতরকে জানাতে হবে৷ আয়কর দফতরের নতুন আইন অনুযায়ী যাঁরা সম্পত্তির হিসাব লুকিয়ে রাখবেন তাঁদের কঠোরতম সাজার মুখে পড়তে হবে৷ তবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অঘোষিত আয়ের কথা ঘোষণা করলে সাজা এড়ানো যাবে বলেই জানিয়েছেন প্রিন্সিপাল চিফ কমিশনার অব ইনকাম ট্যাক্স৷
আয়করদাতারা বিশেষ কিছু ছাড় পাবেন বলেও জানিয়েছেন আধিকারিকরা৷ আয়কর দফতরের পিআর কমিশনার আশিস ভার্মা বলেছেন, “যাঁরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে অঘোষিত আয় প্রকাশ করবেন সরকার তাঁদের বিশেষ ছাড় দেবে৷ তাঁদের সম্পত্তির বিষয়ে কোনওরকম তদন্ত করা হবে না৷”
নতুন এই স্কিম ঘোষণার পরে আয়করদাতাদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে বলেই জানিয়েছেন তিনি৷ অনেকেই জানেন না কোন পদ্ধতিতে অঘোষিত আয়ের কথা আয়কর দফতরকে জানাতে হয়৷ এদিন একটি সাংবাদিক সম্মেলন থেকে এ এ শঙ্কর জানিয়েছেন, সম্পত্তির ঘোষণার নির্ধারিত বয়ান অনলাইনে আয়কর দফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে৷ সেই ফর্ম ফিলআপ করে নিকটবর্তী জুরিসডিকশন্যাল প্রিন্সিপাল কমিশনার অথবা ইনকাম ট্যাক্স কমিশনারের কাছে দিতে হবে৷ আয়ের ঘোষণার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর হলেও আয়কর ৩০ নভেম্বরের মধ্যে জমা করলেই চলবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement