Advertisement
Advertisement

Breaking News

প্রিয়াঙ্কা

মোদির থেকে অমিতাভ বচ্চনকে প্রধানমন্ত্রী করা ভাল, মন্তব্য প্রিয়াঙ্কার

তবে কি বিগ বি-কে নিজেদের মুখ করছে কংগ্রেস?

Make Amitabh Bachchan PM instead of Modi: Priyanka Gandhi
Published by: Subhajit Mandal
  • Posted:May 17, 2019 4:34 pm
  • Updated:May 17, 2019 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শোনা যায় প্রিয়াঙ্কা গান্ধীর সক্রিয় রাজনীতিতে আসার পিছনে হাত রয়েছে বিগ বি অমিতাভ বচ্চনের। তাঁর সঙ্গে আলোচনা করেই রাজনীতির ময়দানে স্থায়ীভাবে পা রাখার সিদ্ধান্ত নেন ইন্দিরা গান্ধীর নাতনি। এবার, নিজের ‘মামা’ অমিতাভকেই প্রধানমন্ত্রী করার ডাক দিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক। কী ঘাবড়ে গেলেন? ভাবছেন প্রচারের শেষ দিনে এসে দাদা রাহুলের পরিবর্তে অমিতাভের পক্ষে কেন সওয়াল করছেন প্রিয়াঙ্কা? নতুন কোনও রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছেন? না, এত কিছু ভেবে নেওয়ার কোনও কারণ নেই। প্রিয়াঙ্কা অমিতাভকে প্রধানমন্ত্রী করার কথা বলেছেন মোদিকে কটাক্ষ করতে গিয়েই। এর মধ্যে নতুন কোনও রাজনৈতিক সমীকরণ নেই।

[আরও পড়ুন: রাহুলকে এড়িয়ে জোট গঠনের কাজে সোনিয়া! মোদিকে সরাতে মরিয়া কংগ্রেস]

আসলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুরু থেকেই বড় মাপের অভিনেতা বলে কটাক্ষ করে কংগ্রেস। উত্তরপ্রদেশের মির্জাপুরে প্রচারে গিয়ে প্রিয়াঙ্কাও সেটাই বললেন। কংগ্রেস সাধারণ সম্পাদক বলেন, “আপনারা বুঝে নিন, দুনিয়ার সবথেকে বড় অভিনেতাকে আমরা আমাদের প্রধানমন্ত্রী বানিয়েছি। অভিনেতাকেই যদি প্রধানমন্ত্রী বানাতে হয়, তাহলে অমিতাভ বচ্চনকেই বানিয়ে দিতেন। এমনিতেও কেউ আপনাদের জন্য কিছু করেনি।”

Advertisement

[আরও পড়ুন: শেষ দফার আগেই ফাঁস এক্সিট পোলের ফলাফল, ভাইরাল সর্বভারতীয় চ্যানেলের ভিডিও]

প্রচারপর্বের শুরু থেকেই মোদিকে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী বিদেশে ঘোরেন, অথচ নিজের কেন্দ্রের কোনও গ্রামে মুখ দেখান না। এমনকী মোদিকে, দুর্যোধনের সঙ্গেও তুলনা করেছেন কংগ্রেস সাধারণ সম্পাদক। ভোটপর্বের শেষ দফার শেষ প্রচারের দিনে উত্তরপ্রদেশে একাধিক ব়্যালি করেন প্রিয়াঙ্কা। এদিনও প্রিয়াঙ্কার সুর ছিল একইরকম চড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement