Advertisement
Advertisement

Breaking News

মধ্যরাতে পদত্যাগ ৬ মন্ত্রীর, মোদির মন্ত্রিসভায় বড়সড় রদবদলের ইঙ্গিত

ইস্তফা দেওয়ার পথে রয়েছেন নির্মলা সীতারমণ, সুরেশ প্রভুরাও।

Major reshuffle ahead in union cabinet, 7 minister resign
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2017 3:31 am
  • Updated:October 1, 2019 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় রদবদল হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বৃহস্পতিবার রাতেই ছয় মন্ত্রীর ইস্তফার পর আরও কয়েকজন মন্ত্রক ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেছেন। ফলে শনিবারের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের চূড়ান্ত সম্ভাবনা। রবিবার ‘ব্রিকস সমিটে’ অংশগ্রহণ করতে চিন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শনিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি দর্শন সেরে রাজধানীতে ফিরছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে, ওই দিনই নতুন মন্ত্রীরা শপথ নবেনে বলে খবর।

সূত্রের খবর, ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন রাজীবপ্রতাপ রুডি, উমা ভারতী, কলরাজ মিশ্র, মহেন্দ্র পাণ্ডে, গিরিরাজ সিং, সঞ্জীব বালিয়ানের মতো হেভিওয়েটরা। সম্ভবত ইস্তফা দেওয়ার পথে রয়েছেন নির্মলা সীতারমণ, সুরেশ প্রভুরাও। নীতীশ কুমারের ‘ঘর ওয়াপসি’র পর জেডি(ইউ) থেকে দুই সাংসদ মন্ত্রিসভায় জায়গা পাবেন বলে খবর। এ ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব বর্তমানে সামলাচ্ছেন অরুণ জেটলি। তাঁর দায়িত্ব কমিয়ে কাকে সেই দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জোর চর্চার মাঝেই এই প্রশ্নেই গুঞ্জন চলছে রাজধানীর রাজনীতিতে। এদিন জেটলি বলেন, “অবশেষে আমার মনে হচ্ছে, আর বেশি দিন নয়।” জেটলির ওই বক্তব্যের পর দেশ যে নতুন প্রতিরক্ষামন্ত্রী পেতে চলেছে তা একরকম নিশ্চিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement

[নিখোঁজ ছেলে-মেয়ে! নতুন লড়াই শুরু ‘তিন তালাক’ মামলার মুখ ইশরাতের]

বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বাড়িতে দলের প্রথমসারির একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকই মন্ত্রিসভায় রদবদলের জল্পনাকে আরও উস্কে দেয়। সূত্রের খবর, রবিবার প্রধানমন্ত্রী চিনে যাওয়ার আগেই মন্ত্রিসভায় বড়সড় রদবদল সেরে নিতে চান। এদিন বিজেপির বৈঠকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডেকে উত্তরপ্রদেশ বিজেপির নতুন সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে এবার সত্তর বছরের বেশি যে সব মন্ত্রী রয়েছেন তাঁদের সরানো হতে পারে। সেই আভাস পেয়ে ইতিমধ্যে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন উত্তরপ্রদেশের নেতা কলরাম মিশ্র। এই বিষয়ে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, উত্তরপ্রদেশের ভোট হয়ে গিয়েছে। তাই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ছেড়ে আসা বিহারের রাজ্যপালের পদে বসা রামনাথ কোবিন্দ কলরাজ মিশ্রকে বিহারের বরং, চলতি বছরেই গুজরাত সহ অন্যান্য রাজ্যে ভোট রয়েছে। এ ছাড়া এনডিএ-র শরিক সংখ্যা বেড়েছে। মন্ত্রিসভায় নীতীশ কুমারের প্রতিনিধি ছাড়াও এডিএমকে—র কাউকে সামিল করা যায় কীনা তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ানকে নিয়ে অনেক আগেই বিতর্ক সৃষ্টি হয়েছিল বিজেপির অন্দরে। তাই তার ইস্তফাও প্রত্যাশিত ছিল বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে শাহ এদিন দলের প্রথম সারির মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। মন্ত্রিসভার ‘বিগ ফোর’-এ থাকা স্বরাষ্ট্র, বিদেশ, অর্থ মন্ত্রকের ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই খবর। এর মধ্যেই শাহ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের পদাধিকারীদের সঙ্গেও রদবদল নিয়ে একপ্রস্ত কথাবার্তা সেরেছেন। দু’দিনের মধ্যে সংঘ নেতৃত্বের সঙ্গে আবারও কথা বলবেন। শুক্রবার থেকে মথুরায় সংঘের দু’দিনব্যাপী বৈঠক শুরু হচ্ছে। ওই বৈঠকে শাহ একদিন হাজির থাকবেন বলে খবর।

[কলকাতার পর এবার ‘নীল তিমি’র হানা বারাসতে, আক্রান্ত দুই ছাত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement