Advertisement
Advertisement

আরও বিপাকে মেজর গগৈ, শাস্তিমূলক পদক্ষেপ সেনা আদালতের

হোটেলে কাশ্মীরি তরুণীর সঙ্গে ঢোকার সময় গ্রেপ্তার করা হয় মেজরকে।

Major Leetul Gogoi to face court martial
Published by: Sayani Sen
  • Posted:August 27, 2018 5:38 pm
  • Updated:August 27, 2018 6:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন করে আবারও বিপাকে মেজর লিতুল গগৈ৷ সোমবার মেজরের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সেনা আদালত। কর্তব্যরত অবস্থায় একটি হোটেলে মহিলার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে৷ সেই অভিযোগেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল৷ এবার তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল আদালত৷

[বাড়ছে আল কায়দায় নাম লেখানোর হিড়িক, অশনিসংকেত কাশ্মীরে]  

৫৩ রাষ্ট্রীয় রাইফেলসের পাঞ্জাব রেজিমেন্টের বদগাও জেলায় কর্তব্যরত ছিলেন মেজর লিতুল গগৈ৷  গত বছর এপ্রিলে প্রথম প্রচারের আলোয় চলে আসেন তিনি৷ ওই সময় কাশ্মীরে বিধানসভা নির্বাচন চলছিল৷ উপত্যকায় নির্বাচনের সময় নির্বাচনী আধিকারিকদের লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি৷ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মেজর লিতুল গগৈ৷ নির্বাচনী আধিকারিকদের ইটবৃষ্টি থেকে বাঁচানোর দায়িত্ব নেন ওই মেজর৷ নির্বাচনী আধিকারিকদের ইটবৃষ্টি থেকে বাঁচাতে গাড়ির সামনে ফারুক আহমেদ দার নামে স্থানীয় এক যুবককে বনেটে বেঁধে কনভয় এগিয়ে নিয়ে যান মেজর৷ মেজরের এই কাজকে ‘অমানবিক’ বলে সুর চড়ান অনেকেই৷ উসকে ওঠে বিতর্ক৷ যদিও ওই বিতর্ক চলাকালীন সেনার সমর্থন পেয়েছিলেন মেজর গগৈ৷ উত্তপ্ত পরিস্থিতিতে নির্বাচনী আধিকারিকদের বাঁচানোর যে উদ্যোগ গগৈ নিয়েছিলেন, তার প্রশংসা করেছিলেন সেনারা৷ সেনাপ্রধান বিপিন রাওয়াতও তাঁর এই কাজকে ভাল চোখেই দেখেন৷ পুরষ্কৃতও করা হয় মেজরকে৷   

Advertisement

[বিজেপি কর্মীকে মারধর ও হুমকি কংগ্রেস বিধায়কের, ভাইরাল ভিডিও]

এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্ক তৈরি হয় গত ২৩ মে৷ শ্রীনগরের একটি হোটেলে কাশ্মীরি তরুণীর সঙ্গে দেখা গিয়েছিল মেজর লিতুল গগৈকে৷ সেখানেই গ্রেপ্তার করা হয় তাঁকে৷ সেনার আইন অনুসারে কর্তব্যরত অবস্থায় স্থানীয় মানুষের সঙ্গে অনুমতি না নিয়ে মেলামেশা করা যায় না৷ কিন্তু নিয়ম না মেনেই অন্যান্যদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি৷ শুধু তাই নয় মহিলার সঙ্গে হোটেল তাঁকে দেখতে পাওয়ার অভিযোগে গ্রেপ্তারির ঘটনাতেও ওঠে সমালোচনার ঝড়৷ এই ঘটনায় তদন্ত শুরু হয়৷ এদিকে, তরুণীর সঙ্গে হোটেল থেকে গ্রেপ্তারির ঘটনায় মুখ খোলেন  সেনাপ্রধান বিপিন রাওয়াত৷  অভিযোগ প্রমাণিত হলে মেজরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেই জানান তিনি৷ সোমবার সেনা আদালত মেজরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement