Advertisement
Advertisement

Breaking News

আগুন

দিল্লিতে রাবার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ৩

ঘটনাস্থলে দমকলের ২৬টি ইঞ্জিন৷

Major Fire At Rubber Factory In Delhi, Three dead, 26 Fire Engines At Spot
Published by: Tanujit Das
  • Posted:July 13, 2019 3:13 pm
  • Updated:July 13, 2019 3:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে৷ আগুনে ভস্মীভূত উত্তর-পূর্ব দিল্লির ঝিলমিল এলাকার একটি রাবার কারখানা৷ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ২৬টি ইঞ্জিন৷ তৎপরতার সঙ্গে আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা৷ কারখানার ভিতর আরও কেউ আটকে রয়েছে কিনা, এখন সেটাই খতিয়ে দেখছেন তাঁরা৷

[ আরও পড়ুন: ভয়াবহ বন্যার জেরে অসমে মৃত ছয়, ক্ষতিগ্রস্ত ১০ লক্ষ মানুষ ]

Advertisement

স্থানীয় সূত্রে খবর, চারতলা বিল্ডিংটির নিচের তলার ভিতরের দিকে রয়েছে রাবার কারখানাটি৷ শনিবার সকালে হঠাৎই সেখান থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখা যায়৷ প্রাথমিক পর্যায়ে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন৷ কারখানা ভিতরে যাঁরা আটকে ছিলেন তাঁদের বের করে আনার চেষ্টা করা হয়৷ খবর দেওয়া হয় দমকলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকল৷ তৎপরতার সঙ্গে আগুনকে আয়ত্তে আনার কাজ শুরু করেন কর্মীরা৷ সম্পূর্ণ বাড়িটি খালি করার কাজ শুরু হয়৷ এই উদ্ধারকার্যের সময়ই তিনটি মৃতদেহের খোঁজ পান দমকল কর্মীরা৷ আরও কেউ ভিতরে আটকে রয়েছে কিনা বা আর কোনও মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা সেই খোঁজ চালাচ্ছেন উদ্ধারকারীরা৷

দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হতে পারে৷ তবে আগুন সম্পূর্ণ আয়ত্তে এলে তবেই আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন দমকলের অফিসাররা৷ জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং পরিকল্পনাহীন ভাবে বাড়িগুলি তৈরি হওয়ায়, দমকল কর্মীদের কিছুটা হলেও কাজে বেগ পেতে হচ্ছে৷ আগুন যাতে আশপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে সেদিকেও নজর রাখছেন তাঁরা৷ গোটা ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ফলে খালি করা হয়েছে বিল্ডিংটির আশপাশের বাড়িগুলি৷ 

[ আরও পড়ুন: তুঙ্গে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি, চাঁদে লাফাতে তৈরি ভারতের ‘ফ্যাট বয়’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement