Advertisement
Advertisement
Eid

কোপ কলকাতা-ঢাকা রেল পরিষেবায়, ইদে বাতিল বেশ কয়েকটি মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস

জেনে নিন কোন দিনগুলিতে বাতিল থাকবে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস।

Maitri and Bandhan Express cancelled during Eid-Ul-Azha
Published by: Sucheta Sengupta
  • Posted:April 9, 2024 2:21 pm
  • Updated:April 9, 2024 2:23 pm  

সুব্রত বিশ্বাস: আসছে খুশির ইদ। দুই বাংলার মধ্যে যাতায়াতের ভিড় বাড়ে আরও। সকলেই চান, উৎসবের মুহূর্তটি প্রিয়জনদের সঙ্গে কাটাতে। আর তাই ছুটি নিয়ে বাড়ি ফেরার হিড়িক থাকে। কিন্তু এবছর তাঁদের জন্য দুঃসংবাদ। ইদ উপলক্ষে বাংলাদেশ (Bangladesh) রেল কর্তৃপক্ষের অনুরোধে বেশ কয়েকদিন বাতিল থাকবে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী দুটি এক্সপ্রেস ট্রেন। ভারতীয় রেল বিভাগের তরফে বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে। তবে পরপর দিনে নয়, একদিন পরপর ট্রেন (Trains) বন্ধ থাকছে।

এবছর ইদ-উল-আজহা (Eid al-Adha) আগামী ১০ বা ১১ এপ্রিল। ওই সময়েই পবিত্র চাঁদ দেখা যেতে পারে। তা দেখলেই উৎসবে মাতবেন মুসলিম ধর্মাবলম্বীরা। আর এর মাঝেই কয়েকদিন ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী মৈত্রী (Maitri Express) ও বন্ধন এক্সপ্রেস বন্ধন থাকবে। রেল সূত্রে খবর, ওই কদিন ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছিল বাংলাদেশ রেল কর্তৃপক্ষের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী –

Advertisement
  • আগামী ১০, ১১ ১৩ এবং ১৫ মার্চ বাতিল থাকবে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতা মৈত্রী এক্সপ্রেস।
  • আরেকটি মৈত্রী এক্সপ্রেস চলবে না ১১, ১২, ১৪, ১৫, ১৬ এপ্রিল।
  • উলটোদিকে কলকাতা থেকে ঢাকা ক্যান্টনমেন্টগামী মৈত্রী এক্সপ্রেস বাতিল ৯, ১১, ১২, ১৪, ১৬ তারিখ।
  • আরেকটি মৈত্রী এক্সপ্রেস চলবে না ১০, ১১, ১৩,১৪,১৫ এপ্রিল।

[আরও পড়ুন: বোমায় ২০০ স্কুল ওড়ানোর হুমকি মেল ‘ভুয়ো’, বিবৃতি দিয়ে আশ্বস্ত করল কলকাতা পুলিশ]

দুই বাংলার মধ্যে যাতায়াতকারী আরেকটি ট্রেন বন্ধন এক্সপ্রেস (Bandhan Express) বাতিল থাকবে শুধুমাত্র ১০ এপ্রিল। ১১ তারিখ থেকে কলকাতা থেকে খুলনা যাতায়াতকারী ট্রেনটি ফের চলবে। তবে আপ ও ডাউন মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে এ মাসে অন্তত চার থেকে পাঁচদিন। যদিও রেলের এই বিজ্ঞপ্তির জেরে যাত্রীরা সেইমতো যাওয়ার পরিকল্পনা করতে পারবেন।

[আরও পড়ুন: মোসাদের ধাঁচে পাকিস্তানে জঙ্গি নিকেশ! ভারতের বিরুদ্ধে ওঠা অভিযোগে মুখ খুলল আমেরিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement