Advertisement
Advertisement

পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান ধৃত

পুলিশের পক্ষ থেকে কাদের এবং আলিকে জেল হেফাজতে রাখার আবেদনও করা হবে বলে জানা গিয়েছে৷

Main accused of Parkstreet rape case finally arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 30, 2016 11:40 am
  • Updated:September 30, 2016 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে অতিবাহিত হয়েছে ৪ বছরেরও কিছু বেশি সময়৷ এমনকী বেঁচে নেই পার্ক স্ট্রিটে গণধর্ষণের শিকার সুজেট জর্ডন৷ কিন্তু শেষ পর্যন্ত দিল্লিতে পুলিশের জালে ধরা পড়ল ঘটনার মূল অভিযুক্ত কাদের খান৷

৫ ফেব্রুয়ারি ২০১২ সালে, রাতে পার্ক স্ট্রিটের এক নাইট ক্লাব থেকে ফেরার পথে গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেন সুজেট জর্ডন নামের এক মহিলা৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কলকাতায়৷ তড়িঘড়ি নড়েচড়ে বসে প্রশাসন৷ কলকাতা পুলিশকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়৷ অফিসার দময়ন্তী সেনের তত্ত্বাবধানে তদন্ত করে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত ৩ জনকে৷ কিন্তু মূল অভিযুক্ত কাদের খান ও তার সঙ্গী আলি পুলিশের নাগালের বাইরে চলে যায়৷

Advertisement

ঘটনার পর থেকেই ফেরার হয়ে যায় তারা৷ এদিকে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে ১০ বছরের করাদণ্ডের নির্দেশ দেয় আদালত৷ তবে পুলিশ কাদের ও আলির খোঁজ জারি রেখেছিল৷ শেষ পর্যন্ত দেবীপক্ষের সূচনা লগ্নেই দিল্লি পুলিশের সহায়তায় কলকাতা পুলিশ গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে কাদের ও আলিকে৷

সূত্রের খবর, পুলিশের অনুমান ছিল এই দুই অভিযুক্ত দেশ থেকে পালিয়ে যাবে৷ তাই কাদেরের পরিবারের ফোন ট্যাপ করেছিল পুলিশ৷ আর সেই সূত্র ধরেই পুলিশ কাদেরের গাজিয়াবাদে আত্মগোপন করার বিষয়ে নিশ্চিত হয়৷

পুলিশ সূত্রের খবর, টাকার অভাবেই বাড়ির সঙ্গে যোগাযোগ করে কাদের৷ এবং টাকা পেলেই হয়তো দেশ ছেড়ে পালিয়ে যেত সে৷ কিন্তু কীভাবে এতদিন আত্মগোপন করেছিল কাদের ও আলি, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আত্মগোপনে কে বা কারা সহায়তা করেছে, তাও তদন্ত করে দেখা হবে৷ ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এই দু’জনকে৷ তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে৷ পুলিশের পক্ষ থেকে কাদের এবং আলিকে জেল হেফাজতে রাখার আবেদনও করা হবে বলে জানা গিয়েছে৷

এখন সুজেট জর্ডনের সুবিচারের প্রতিক্ষায় কলকাতাবাসী৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement