Advertisement
Advertisement
Mahua Moitra

টাকার বদলে প্রশ্ন ইস্যুতে মহুয়ার বিপদ বাড়ছে? এবার তৃণমূল সাংসদকে তলব এথিক্স কমিটির

'মোদ্দা কথা হল মহুয়া চোর', জিজ্ঞাসাবাদের শেষে বললেন বিজেপি সাংসদ।

Mahua Moitra summoned by Parliament Ethics Committee | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 26, 2023 3:27 pm
  • Updated:October 26, 2023 6:25 pm  

নন্দিতা রায়, নয়াদিল্লি: টাকার বদলে প্রশ্ন ইস্যুতে এবার মহুয়া মৈত্রকে (Mahua Moitra) তলব করল সংসদের এথিক্স কমিটি। আগামী ৩১ অক্টোবর তৃণমূল সাংসদকে হাজিরা দিতে বলা হয়েছে। ওইদিনই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন মহুয়া।

দিন কয়েক আগে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন, আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করতে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী গোষ্ঠী হীরানন্দানি গ্রুপের (Hirandandani Group)  থেকে মোটা টাকা ও উপহার নিয়েছেন মহুয়া। যার পরিপ্রেক্ষিতে স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন বিজেপি (BJP) সাংসদ। তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার দাবি জানানো হয়। মহুয়ার বিরুদ্ধে তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি দেন তাঁরই প্রাক্তন বন্ধু তথা আইনজীবী পুরনো বন্ধু জয় অনন্ত দেহদরাই। জল আরও গড়ায়। নিশিকান্ত দুবে চিঠি লেখেন লোকপালকেও।

Advertisement

[আরও পড়ুন: ‘বালু অসুস্থ, ওর কিছু হলে বিজেপির বিরুদ্ধে FIR করব’, হুঁশিয়ারি মমতার]

সংসদের নিয়ম মেনে মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার ভার যায় সংসদের এথিক্স কমিটির কাছে। সেই এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার (Vinod Sonkar)। কমিটির অধিকাংশ সদস্য বিজেপির। কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস পার্টি, বিএসপির সদস্যরা রয়েছেন। তবে ওই কমিটিতে তৃণমূলের কোনও সদস্য নেই। মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে বৃহস্পতিবার ওই কমিটি মূল দুই অভিযোগকারী অর্থাৎ নিশিকান্ত দুবে এবং জয় অনন্ত দেহদরাইয়ের বয়ান রেকর্ড করেছে। তাঁদের বয়ান শোনার পরই মহুয়াকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে। শুধু তাই নয়, মহুয়া গত পাঁচ বছরের বিদেশ সফরের সব তথ্যও তাঁকে দিতে বলা হয়েছে। 

[আরও পড়ুন: ‘হেমা মালিনীকেও নাচিয়ে ছেড়েছি’, উন্নয়ন নিয়ে বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর!]

এথিক্স কমিটি আগেই ইঙ্গিত দিয়েছিল, দুবে এবং জয়কে জিজ্ঞাসাবাদ করে সন্দেহজনক কিছু পেলেই মহুয়াকে তলব করা হবে। এই দুজনকে জিজ্ঞাসবাদের পরই যেভাবে তৃণমূল সাংসদকে তলব করা হল, তাতে স্পষ্ট ওই কমিটি সন্দেহজনক লেনদেনের হদিশ পেয়েছে। এদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এদিন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে স্পষ্ট বলে দেন, মহুয়া যে চোর, তাতে কোনও সংশয় নেই। এখন এথিক্স কমিটির সামনে মহুয়াকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। তৃণমূল সাংসদ অবশ্য আগেই বলে দিয়েছেন, এথিক্স কমিটি ডাকলে তিনি হাজিরা দেবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement