Advertisement
Advertisement

মহুয়াকে ফের তলব এথিক্স কমিটির, হীরানন্দানির থেকে কী কী নিয়েছেন? জানালেন তৃণমূল সাংসদ

মুখ বন্ধ রাখার জন্য আদনি গোষ্ঠীই বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল, পালটা দাবি মহুয়ার।

Mahua Moitra summoned by Ethics Panel on November 2 | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 28, 2023 2:36 pm
  • Updated:October 28, 2023 2:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন বিতর্কে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ফের তলব করল লোকসভার এথিক্স কমিটি। আগামী ২ নভেম্বর মহুয়াকে ফের তলব করা হয়েছে। এর আগে ৩১ অক্টোবর তলব করা হয়েছিল মহুয়াকে। কিন্তু তৃণমূল সাংসদ ব্যস্ততার কারণ দেখিয়ে সেদিন হাজিরা দিতে অস্বীকার করেছেন।

লোকসভার এথিক্স কমিটিকে (Ethics Committee) চিঠি দিয়ে মহুয়া জানিয়েছিলেন, আগামী ৪ নভেম্বর পর্যন্ত তিনি নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনীতে ব্যস্ত থাকবেন। তাই তাঁকে ৪ নভেম্বরের পরে তলব করা হোক। কিন্তু সেই অনুরোধ রাখল না এথিক্স কমিটি। তৃণমূল সাংসদকে তলব করা হল ২ নভেম্বরই।

Advertisement

[আরও পড়ুন: পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?]

এদিকে এসবের মধ্যেই মহুয়া আবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরণ ঘটিয়েছেন। তৃণমূল (TMC) সাংসদ স্বীকার করে নিয়েছেন ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে সংসদের ওয়েবসাইটের লগইন আইডি তিনি দিয়েছিলেন। তবে তাঁর দাবি, সংসদের রুল বুকে কোথাও লেখা নেই যে সংসদের লগইন আইডি অন্য কাউকে দেওয়া যাবে না। অন্য সব সাংসদদের লগ ইন আইডি-ই একাধিক ব্যক্তি ব্যবহার করেন।

[আরও পড়ুন: ‘ধর্ষণ, লুঠ, ডাকাতিতে মুসলিমরাই এক নম্বর’, সংখ্যালঘু নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক]

মহুয়ার দাবি, হীরানন্দানি গ্রুপের থেকে কোনও আর্থিক সুবিধা তিনি পাননি। তবে কয়েকটি উপহার যে পেয়েছেন সেটাও মেনে নিয়েছেন। মহুয়ার দাবি, হীরানন্দানি গ্রুপের (Hiranandani Group) থেকে তিনি পেয়েছেন একটি স্কার্ফ, কটা লিপস্টিক, আই শ্যাডো এবং আরও কিছু মেকআপ সামগ্রী। আর কোনও উপহার তিনি পাননি।

এদিন পালটা আদানিদের কাঠগড়ায় তুলেছেন তিনি। মহুয়ার দাবি, হীরানন্দানি গ্রুপ তাঁকে কোনও আর্থিক সুবিধা দেয়নি। উলটে আদানি গ্রুপই তাঁকে মুখ বন্ধ রাখার জন্য বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিল। লোকসভার দুই সাংসদের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল আদানি গোষ্ঠী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement