Advertisement
Advertisement
Mahua Moitra-Shashi Tharoor

শশী থারুরের সঙ্গে ধূমপান-মদ্যপান মহুয়ার! ছবি ভাইরাল হতেই তেলেবেগুনে জ্বললেন সাংসদ

X হ্যান্ডলে পালটা জবাব দিলেন কৃষ্ণনগরের সাংসদ।

Mahua Moitra reacts to viral picture of raising a toast with Shashi Tharoor and blames BJP | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 15, 2023 5:46 pm
  • Updated:October 15, 2023 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উচ্চশিক্ষিত, তুখড় বাগ্মিতা, কাজে পটু। জনপ্রতিনিধি হিসেবে এই সমস্ত গুণ রয়েছে তৃণমূলের দুবারের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর উঁচু স্তরের জীবনযাপনও বেশ সমালোচিত। একথা সত্যি যে বহুদিন বিদেশে কাটিয়ে আসা মহুয়ার জীবনযাত্রা আর পাঁচজন সাংসদের মতো নয়। তারই অনুষঙ্গ হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের সঙ্গেও তাঁর দারুণ বন্ধুত্ব। তেমনই একজন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। সম্প্রতি তাঁর সঙ্গে কৃষ্ণনগরের সাংসদের নৈশভোজের ছবি ভাইরাল (Viral) হওয়ায় তাঁদের ‘বন্ধুত্ব’ নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে এসবের পালটাও দিয়েছেন মহুয়া। এসব ছবি ভাইরাল করার নেপথ্যে তিনি বিজেপিকেই (BJP) দায়ী করেছেন।

সম্প্রতি এক নৈশভোজের (Dinner) ছবি সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে নৈশভোজ সারছেন মহুয়া মৈত্র ও শশী থারুর। আরও অনেকেই ছিলেন সেই পার্টিতে। তবে তাঁরা কারা, ছবিতে সেসব নেই। ফলে ছবি দুই চরিত্র – থারুর এবং মহুয়াকে নিয়েই চর্চা চলছে বেশি। ভাইরাল হওয়া কোনও ছবিতে দেখা যাচ্ছে, মহুয়ার হাতে সুদৃশ্য পানপাত্র, তাতে টলটলে মহার্ঘ পানীয়। আবার কোনওটায় মহুয়ার ঠোঁটে চুরুট। কোনও ছবিতে সাংসদ শুধুমাত্র ছবি তুলতেই মগ্ন।

[আরও পড়ুন: ‘প্রস্তুত তো? আরও অনেক কিছু হবে’, ইজরায়েলি সেনাকে কীসের ইঙ্গিত নেতানিয়াহুর?]

ভাইরাল হওয়া সেসব ছবির পালটায় মহুয়াও এক্স হ্যান্ডলে (X) সরব হয়েছেন। বিজেপিকে ‘ট্রোল সেনা’ বলে তাঁর স্পষ্ট জবাব, ”এসব ছবি নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা বেশি করেছে বিজেপি। তবে পার্টিতে থাকা বাকিদের ছবি কেন ক্রপ করা হয়েছে? তাঁদেরও দেখানো হোক।” ঠোঁটে সিগারেট নেওয়া ছবি নিয়ে মহুয়ার জবাব, ”আমার সিগারেটে অ্যালার্জি আছে। ওটা শুধু ছবি তোলার জন্য।” আবার তাঁর অনুগামীদের একাংশের দাবি, এসব ছবি পুরনো। মহুয়া মৈত্রকে খাটো করে দেখানোর জন্য ভাইরাল করা হয়েছে।

[আরও পড়ুন: রোহিত-বিরাটে মজে সি ভি আনন্দ বোস, পাকিস্তান ‘বধে’র পরই ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement