Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitra

‘বাংলো ছাড়ুন মহুয়া’, কেন্দ্রকে চিঠি সংসদের আবাসন কমিটির

সাংসদ পদ হারানোর পর বাংলো হারাতে পারেন মহুয়া।

Mahua Moitra might evacuate her bungalow after expelled as MP | Sangbad Pratidin

দামী সানগ্লাস, ফোন হাতে সংসদে ঢুকছেন মহুয়া মৈত্র। ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 12, 2023 2:20 pm
  • Updated:December 12, 2023 3:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই খারিজ হয়েছে তাঁর সাংসদ পদ। এবার বাংলো হারাতে চলেছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই তাঁকে সাংসদ বাংলো ছাড়তে বলা হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি দিয়েছে লোকসভার হাউসিং কমিটি, এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, বিশেষ কোটার আওতায় মহুয়াকে সাংসদ বাংলো দেওয়া হয়েছিল। কিন্তু গত সপ্তাহে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার পর সেই বাংলো ছাড়তে হতে পারে তৃণমূল (TMC) নেত্রীকে।

টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী সাংসদ পদ খুইয়েছেন তৃণমূলের মহুয়া। গত শুক্রবারই লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে তাঁকে। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে শীর্ষ আদলতের দ্বারস্থ হয়েছেন সদ্যপ্রাক্তন সাংসদ। দ্রুতই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: উচ্চ প্রাথমিকের ১৪ হাজার শূন্যপদের কাউন্সেলিং বন্ধ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট]

সূত্রের খবর, যে পদ্ধতিতে তৃণমূল সাংসদকে বহিষ্কার করা হয়েছে, তার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মহুয়া। ১৫ পাতার রিপোর্টে মহুয়া এও উল্লেখ করেছেন, তাঁকে জিজ্ঞাসাবাদের নামে ডেকে ব্যক্তিগত প্রশ্ন করে কীভাবে হেনস্তা করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া এড়িয়ে লোকসভায় স্রেফ সংখ্যাগরিষ্ঠতার গা-জোয়ারিতে তাঁর সাংসদ পদ কাড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া।

‘টাকার বিনিময়ে প্রশ্ন অভিযোগে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার আদৌও যুক্তিসঙ্গত কিনা, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পিডিটি আচার্যও। এথিক্স কমিটির কার্যপদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

[আরও পড়ুন: দিল্লিতে মুখোমুখি মোদি-মমতা, রাজ্যের বকেয়ার দাবিতে বৈঠক আগামী সপ্তাহেই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement