Advertisement
Advertisement

Breaking News

Mahua Moitra

Mahua Moitra: ‘ওরা বস্ত্রহরণ শুরু করেছে, এবার মহাভারতের যুদ্ধ হবে’, হুঙ্কার মহুয়ার

সংসদে ঢোকার মুখে মহুয়ার মুখে নজরুলের কবিতা।

Mahua Moitra blasts BJP before discussion on Ethics panel probe report in LS | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 8, 2023 11:17 am
  • Updated:December 8, 2023 2:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে এথিক্স কমিটির (Ethics Committee) তৈরি করা রিপোর্ট শুক্রবারই পেশ হতে চলেছে সংসদে। শুক্রবারই বাতিল হয়ে যেতে তাঁর সাংসদ পদ। কিন্তু এদিন মহুয়া মৈত্রর শরীরী ভাষায় একেবারেই উদ্বেগ বা আশঙ্কার লেশমাত্র দেখা গেল না। উলটে হাসিমুখে সংসদে ঢুকলেন তিনি। সেই সঙ্গে সরকার পক্ষকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে গেলেন তৃণমূল সংসদ।

সংসদের ঢোকার মুখে কাজী নজরুল ইসলামকে উদ্ধৃত করে মহুয়া বলে গেলেন, “অসত্যের কাছে কভু নত নাহি কর শির। ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর।” তৃণমূল সাংসদের হুঙ্কার, “মা দুর্গা এসে গেছে, এবার দেখা যাক কী হয়!” মহুয়ার দাবি, “ক্ষমতার নেশায় বিবেকহীন হয়েছে সরকার। ওরা আগে বস্ত্রহরণ শুরু করেছে, এবার মহাভারতের যুদ্ধ দেখবে।”

Advertisement

[আরও পড়ুন: চূড়ান্ত কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস, ব্রাজিল-আর্জেন্টিনার গ্রুপে কারা?]

লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ নিয়ে উত্তপ্ত হওয়ার আশঙ্কা ছিল। টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার মতো গুরুতর অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের (TMC MP) বিরুদ্ধে। এথিক্স কমিটির রিপোর্টে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে বলে সূত্রের দাবি। কিন্তু মহুয়া ইস্যুতে শীতকালীন অধিবেশনের প্রথম চারদিন কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র। শেষে শুক্রবার ওই প্রস্তাব পেশ হতে চলেছে।

[আরও পড়ুন: নির্বাচনে হারের পরই বিপত্তি, হাসপাতালে ভর্তি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর]

এদিন সংসদের কার্যবিবরণীতে মহুয়া ইস্যুর উল্লেখও রয়েছে। সরকার পক্ষ চাইছে আধ ঘণ্টায় বিষয়টির নিষ্পত্তি করতে। তবে তৃণমূলের দাবি, ওই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। ইন্ডিয়া জোটের সব শরিক বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন। তাছাড়া মহুয়াকেও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে বলতে দেওয়া উচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement