Advertisement
Advertisement
Mahua Moitra

‘আশা করি আদানির ১৩ হাজার কোটির কয়লা কেলেঙ্কারির তদন্তও হবে’, খোঁচা মহুয়ার

লোকপাল মুন্ডুহীন, কটাক্ষ তৃণমূল সাংসদের।

Mahua Moitra attacks Adani again on coal scam | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 26, 2023 10:08 am
  • Updated:November 26, 2023 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার বদলে প্রশ্ন বিতর্কে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ নিয়ে বিতর্কের মধ্যেই ফের আদানিদের খোঁচা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ বলছেন, আশা করি আমার বিরুদ্ধে খানাতল্লাশি করার আগে আদানিদের ১৩ হাজার কোটি টাকার কয়লা কেলেঙ্কারি নিয়েও তদন্ত করার সময় সিবিআইয়ের হাতে রয়েছে।

সূত্রের খবর, গতকাল মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে টাকার বদলে প্রশ্ন মামলায় সিবিআই তদন্ত শুরু হয়েছে। লোকপালের (Lok Pal) সুপারিশ মতো ওই তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের দাবি। অথচ, লোকপালের ওয়েবসাইটে এই ধরনের কোনও তথ্য আপলোড করা হয়নি। সিবিআইও সরকারিভাবে তদন্তের ব্যাপার জানায়নি। মহুয়ার খোঁচা, “লোকপালের ওয়েবসাইটেও তথ্য আপলোড করা হয়নি। সিবিআইও আমার বিরুদ্ধে তদন্তের ব্যাপারটা সরকারিভাবে জানায়নি। অথচ মিডিয়ার সার্কাসে যেমন হয় তেমনই ‘সূত্রে’র মাধ্যমে সাংবাদিকদের সব জানানো হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: লজ্জায় মুখ ঢাকছে বাণিজ্য নগরী! মুম্বইয়ে দশ বছরে ধর্ষণ বেড়েছে ১৩০ শতাংশ]

এরপরই মহুয়ার খোঁচা, আশা করি আদানিদের (Adani Group) ১৩ হাজার কোটির কয়লা কেলেঙ্কারিরও তদন্ত হবে। আসলে কিছুদিন আগে এক ব্রিটিশ সংবাদমাধ্যমদের দাবি করেছে, কয়লা আমদানির ক্ষেত্রেও বড়সড় কেলেঙ্কারি ঘটিয়ে দেশবাসীকে বোকা বানিয়েছে আদানির সংস্থা। যার জেরে প্রায় গোটা দেশকে বিদ্যুতের মাশুল বেশি দিতে হচ্ছে। সব মিলিয়ে ওই কেলেঙ্কারির অঙ্কটাও ১৩ হাজার কোটি টাকার। সেই ইস্যুতে তদন্তের দাবিতে আগেও সরব হয়েছেন মহুয়া। আবারও আদানিদের খোঁচা দিলেন তিনি।

[আরও পড়ুন: ওড়িশা থেকে উদ্ধার বাংলার নিখোঁজ কলেজ ছাত্রের দেহ, সন্তানহারা আরামবাগের পরিবার]

সেই সঙ্গে তৃণমূল (TMC) সাংসদ প্রশ্ন তুলে দিলেন লোকপালের কার্যকারিতা নিয়েও। তাঁর বক্তব্য, “মুন্ডুহীন লোকপাল যেভাবে আমার মামলাটা সিবিআইকে দিয়ে দিল দেখে আশ্চর্য হলাম। ২০২২ সালের মে মাস থেকে লোকপালের চেয়ারম্যান পদটাই ফাঁকা। ৮ সদস্যের মধ্যে ৩ সদস্যের স্থানও শূন্য।” ঘুরিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে পিটবুলের সঙ্গেও তুলনা করেছেন মহুয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement