Advertisement
Advertisement
Maharashtra

মহারাষ্ট্রে শাসক জোটে বিজেপিরই দাপট, চূড়ান্ত ‘মহাজুটি’র আসন রফা!

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় ২০ নভেম্বর এক দফায় ভোট।

Mahayuti seat-sharing pact finalised BJP to get majority share in Maharashtra
Published by: Kishore Ghosh
  • Posted:October 22, 2024 7:43 pm
  • Updated:October 22, 2024 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন ভাগভাগি নিয়ে ঢের অশান্তি ছিল। যদিও শেষ পর্যন্ত রফা হয়েছে বলেই সূত্রের খবর। মহারাষ্ট্রের শাসক জোট ‘মহাজুটি’ (বিজেপি, একনাথ শিণ্ডে গোষ্ঠীর শিব সেনা এবং অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপি) আসন্ন বিধানসভা নির্বাচনে আসন ভাগভাগি নিয়ে একমত হয়েছে। স্বভাবতই সংখ্যাগরিষ্ঠ আসনে প্রার্থী দিতে চলেছে বিজেপি। কোন দল কত আসনে প্রার্থী দিচ্ছে?

২৮৮ আসন রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। সূত্রের খবর, ১৫২-১৫৫টি আসন প্রার্থী দেবে বিজেপি। একনাথ শিণ্ডের শিব সেনা ৭৮-৮০টি আসনে প্রার্থী দেবে, অজিত পওয়ার গোষ্ঠীর শিব সেনা ৫২ থেকে ৫৪টি আসনে প্রার্থী দিতে চলেছে। জানা গিয়েছে, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে আসন বণ্টনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যে ৯৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যদিও শিব সেনা ও এনসিপি এখনও পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি।

Advertisement

সূত্রের দাবি, তিন দলের শীর্ষ নেতৃত্ব মেনে নিলেও ‘মহাজুটি’র বেশ কিছু নেতা আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পছন্দের আসন নিয়েও সমঝোতা হয়নি বেশ কিছু ক্ষেত্রে। প্রসঙ্গত, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০ নভেম্বর এক দফায় ভোট। ২৩ নভেম্বর ফল ঘোষণা হবে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement