ঘটনাস্থলের ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভাঙা হল জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। রবিবার সকালে গান্ধীজির মূর্তি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায় স্থানীয় এলাকায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও এখনও চাপা উত্তেজনা রয়েছে।
Jharkhand: Mahatama Gandhi’s statue in Hazaribagh found damaged. Police say, “We are investigating to ascertain whether the statue fell itself or was vandalized. We are also checking CCTV footage and questioning some people”. pic.twitter.com/u6EHS08wCC
— ANI (@ANI) February 9, 2020
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজারিবাগের ওই এলাকায় গান্ধীজির একটি মূর্তি তৈরি করা হয়েছিল। মূর্তির চারিদিক লোহার জাল দিয়ে ঘেরা ছিল। রবিবার সকালে হঠাৎ ওই মূর্তিটিকে ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। চোখের নিমিষে বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। দোষীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় কংগ্রেসের নেতা-কর্মীরা। খবর পেয়ে পুলিশ তাঁদের শান্ত করে ঘটনাস্থলে ঘিরে তদন্ত শুরু করে।
এপ্রসঙ্গে থানার এক আধিকারিক জানান, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ওই মূর্তিটি নিজে থেকে ভেঙে পড়েছে না কেউ ভাঙচুর করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর জন্য ওই এলাকায় থাকা CCTV’র ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ও কয়েকজন স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে এই বিষয়টির কথা জানাজানি হওয়ার পরে রাজ্যের জোট সরকারকে কটাক্ষ করেছে বিজেপি-সহ অন্য বিরোধীরা। তাদের কথায়, কংগ্রেস সরকারে থাকা সত্ত্বেও যদি এই ঘটনা ঘটে তাহলে কিছু বলার নেই। আসলে গান্ধীজির নাম করে ওরা ক্ষমতা দখল করলেও তাঁর জন্য কিছুই করে না। শুধু ওনার নামটি ব্যবহার করে নিজের স্বার্থ দখল করার চেষ্টা করে। রবিবার হাজারিবাগেও তার প্রমাণ পাওয়া গেল।
বাম শাসনের অবসানের পর দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ায় লেলিনের মূর্তি বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হয়েছিল। বিষয়টি স্থানীয় মানুষদের ক্ষোভের প্রকাশ বলে উল্লেখ করলেও সবাই বিজেপিকেই দায়ী করেছিল এই ঘটনার জন্য। এরপর গোটা দেশজুড়ে যেন শুরু হয় মনীষীদের মূর্তি ভাঙার প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জায়গায় মহাত্মা গান্ধী থেকে ড. শ্যামাপ্রসাদ, লেলিন থেকে বিআর আম্বেদকর। সবার মূর্তিই ভাঙচুর করা হয়। অনেকদিন বাদে ফের সেই ধরনের ঘটনা ঘটল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.