সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে (Madhya Pradesh) স্কুলের ভিতরে ভাঙা হল মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) মূর্তি। ঘটনাটি সামনে আসে বুধবার। স্থানীয়রা এবং স্কুলের শিক্ষকরাই প্রথমে গান্ধীজির ভাঙা মূর্তিটি দেখতে পান। তারপরই খবর দেওয়া হয় প্রশাসনকে। আর এই নিয়েই ইতিমধ্যে ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মান্দসৌর জেলার গুজারবারদিয়ায় অবস্থিত সরকারি স্কুলে মহাত্মা গান্ধীর মূর্তিটি ছিল। কিন্তু মঙ্গলবার রাতে কে বা কারা সেটি ভেঙে দেয়। এরপরই বুধবার সকালে স্কুলের অধ্যক্ষ বিষয়টি লক্ষ্য করে পুলিশকে জানান। আফজালপুর পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। এরপরই সাংবাদিকদের মান্দসৌরের পুলিশ সুপার এই প্রসঙ্গে জানিয়ে দেন, ঘটনার মামলা রুজু হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
কিন্তু কারা রয়েছে এই ঘটনার পিছনে?এই প্রসঙ্গে আজব সাফাই পুলিশের। পুলিশ সুপার জানান, মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙেছে বাঁদররা। প্রাথমিক তদন্তে তাঁদের এমনটাই সন্দেহ। এই প্রসঙ্গে চৌধুরী বলেন, “হয়তো বাঁদররাই এই কাজ করেছে। ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। তবে অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখা হবে।” এর সঙ্গেই তাঁর সংযোজন, “ওই সময় কাউকেই স্কুলে প্রবেশ করতে দেখা যায়নি। এমনকী ওয়াচম্যানও রাত ৮টা পর্যন্ত কর্তব্যরত ছিল। এর আগেও বাঁদররা এরকমভাবেই একটি মূর্তির হাত ভেঙেছিল। পরে সেটি সারানো হয়।” যদিও পুলিশের এমন সাফাই অনেকেই মানতে রাজি নন। তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছেন।
Madhya Pradesh: Idol of Mahatma Gandhi was found damaged in premises of a school in Mandsaur y’day.
“No one was seen crossing the school boundary & watchman was on duty till 8pm. Earlier, an incident was reported where monkeys broke arm of the idol & it was repaired,” said SP pic.twitter.com/K2BgdzhJAF
— ANI (@ANI) March 11, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.