Advertisement
Advertisement

Breaking News

Maharastra Crisis

মহারাষ্ট্রে সরকার বাঁচাতে আসরে উদ্ধবের স্ত্রীও! ভাঙনের আশঙ্কায় কাঁটা বিক্ষুব্ধ শিবিরও

১৫ জন বিক্ষুব্ধ বিধায়ক পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা।

Maharastra Crisis: Uddhav's wife Rashmi steps into Maha talks, contacts wives of rebels | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 26, 2022 1:04 pm
  • Updated:June 26, 2022 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারও মহারাষ্ট্রের মহানাটক অব্যাহত। একদিকে গুয়াহাটিতে যেমন তৎপরতা চলছে, অন্যদিকে সরকার বাঁচাতে অতিসক্রিয়তা দেখাচ্ছে উদ্ধব শিবির। প্রায় গোটা ঠাকরে পরিবারই আসরে নেমে পড়েছে। অসুস্থতার মধ্যেই দিনরাত বৈঠক করছেন মুখ্যমন্ত্রী উদ্ধব (Uddhav Thakeray)। রাস্তায় নেমে সমর্থকদের তাতাচ্ছেন আদিত্য ঠাকরে। পিছিয়ে নেই উদ্ধব-পত্নী রশ্মি ঠাকরেও। তিনিও নিজের মতো করে কথা বলছেন বিক্ষুব্ধ বিধায়কদের স্ত্রীদের সঙ্গে।

শোনা যাচ্ছে, উদ্ধব পত্নী (Rashmi Thakeray) রশ্মী নাকি ইতিমধ্যেই বিক্ষুব্ধ শিবিরের বেশ কয়েকজন বিধায়কের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। অনুরোধ করেছেন, তাঁরা যেন বুঝিয়ে শুনিয়ে বিক্ষুব্ধদের ফিরিয়ে আনেন। তাঁদের সব ক্ষোভ মেটানোর আশ্বাসও দিচ্ছেন। মজার কথা হল রশ্মি আসরে নামার পর বিক্ষুব্ধ শিবিরে খানিকটা হলেও আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধব ঘনিষ্ঠ শিবিরের দাবি, একনাথ শিণ্ডের সঙ্গে যারা গিয়েছেন তাঁদের মধ্যে অন্তত জনা কুড়ি বিধায়কের সঙ্গে যোগাযোগ রয়েছে তাঁদের। এমনকী খোদ মুখ্যমন্ত্রী উদ্ধবও নাকি একাধিক বিধায়কের সঙ্গে ফোনে কথা বলেছেন।

Advertisement

[আরও পড়ুন: ত্রিপুরার তিন কেন্দ্রে ফুটল পদ্ম, আগরতলায় বিজেপির কাঁটা সেই সুদীপ]

সতর্ক হয়ে গিয়েছে শিণ্ডে (Eknath Shinde) শিবিরও। সূত্রের দাবি, তাঁরা এখনই মুম্বই ফেরার কথা ভাবছে না। আরও অন্তত সপ্তাহখানেক গুয়াহাটিতেই থেকে যেতে চান তাঁরা। একনাথ শিণ্ডের আশঙ্কা, মুম্বই ফিরে গেলে একাধিক বিধায়ক আবার শিবির বদলে উদ্ধব শিবিরে নাম লেখাতে পারেন। সেজন্য গুয়াহাটির হোটেলেও সতর্কতা বজায় রাখা হচ্ছে। বিধায়কদের বাইরের কারও সঙ্গে দেখা করতে দেখা হচ্ছে না। সবসময় সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। বিক্ষুব্ধ বিধায়কদের পরিবারের নিরাপত্তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন একনাথ শিণ্ডে। সূত্রের দাবি, এক্ষেত্রেও তাঁরা কেন্দ্রকে পাশে পেতে পারেন। বিক্ষুব্ধ বিধায়কদের পরিবারকে নিরাপত্তা দিতে পারে কেন্দ্র। যদিও সেটা এখনও চুড়ান্ত নয়। ইতিমধ্যেই ১৫ জন বিক্ষুব্ধ বিধায়ককে কেন্দ্র ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে। 

[আরও পড়ুন: ‘গণতন্ত্রকে পিষে মারা হয়েছিল’, ফের ‘জরুরি অবস্থা’ নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মুখ খুললেন মোদি]

এদিকে যত সময় যাচ্ছে উদ্ধব শিবিরের আত্মবিশ্বাস তত বাড়ছে। আদিত্য ঠাকরে একদিন আগেই বলেছিলেন, বিধায়করা চলে যাওয়াতে তাঁদের নাকি ভালই হয়েছে। এই বেইমানি মনে রাখা হবে। এদিন সঞ্জয় রাউত আবার দাবি করেছেন, বিদ্রোহীদের মুম্বই ফিরে যেতে হবেই। এদিন এনসিপি (NCP) এবং কংগ্রেস (Congress) নেতাদের সঙ্গেও কথা বলেছেন উদ্ধব। জোটসঙ্গীদের তিনি জানিয়েছেন, একাধিক বিক্ষুব্ধ বিধায়কের সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে। উদ্ধবের কাছে আশ্বাসবাণী পেয়ে পওয়ার আবার দিল্লি যাবেন বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement