সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনসিপির বিদ্রোহী নেতা অজিত পাওয়ারের মহারাষ্ট্র সরকারে যোগ দেওয়ার পর থেকেই বিক্ষুব্ধ শিব সেনা-প্রাক্তন একনাথ শিণ্ডের (Eknath Shinde) মুখ্যমন্ত্রী পদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। শনিবার সেই জল্পনা খানিক বাড়িয়ে দিলেন মহারাষ্ট্রের স্পিকার রাহুল নরভেকর। তাঁর নয়া পদক্ষেপে শিব সেনার দুই শিবিরই চিন্তিত। তবে বেশি চিন্তিত একনাথ শিণ্ডে শিবির।
মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ শিব সেনার শিণ্ডেগোষ্ঠীর ৪০ বিধায়ক এবং উদ্ধব ঠাকরে (Uddhav Thackaray) শিবিরের ১৪ বিধায়কের কাছে সদস্যপদ খারিজ নিয়ে শনিবার জবাব তলব করেছেন স্পিকার। বলা ভাল, হঠাতই শিব সেনার দুই গোষ্ঠীর বিধায়কদের সদস্যপদ খারিজ ইস্যুতে নড়েচড়ে বসেছেন তিনি। কেন তাঁদের বিধায়ক পদ খারিজ করা হবে না? শিব সেনার ৫৪ বিধায়কের কাছেই জবাব তলব করেছেন রাহুল নরভেকর। জানা গিয়েছে, জবাব সন্তোষজনক না হলে ৫৪ বিধায়কের সদস্যপদই খারিজ করে দিতে পারেন তিনি। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হতে পারে একনাথ শিণ্ডেকে।
গত বছর জুলাইয়ে ভাঙন ধরেছিল বাল ঠাকরে প্রতিষ্ঠিত শিব সেনায় (Shiv Sena)। দলের সুপ্রিমো উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন একনাথ শিণ্ডে। তাঁর সঙ্গে গিয়েছিলেন শিবসেনার ৩৯ জন বিধায়ক। বাকি ১৭ জন বিধায়ক দলের সুপ্রিমোর সঙ্গেই থেকে গিয়েছিলেন। দলত্যাগী বিধায়কদের সদস্যপদ খারিজের দাবি জানিয়ে মহারাষ্ট্র বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছিল উদ্ধব শিবির। এর পাল্টা উদ্ধব গোষ্ঠীর সঙ্গে থাকা বিধায়কদের সদস্যপদ খারিজের অনুরোধ জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছিল শিণ্ডে সেনাও।
সেই মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। তবে বিধায়কদের সদস্যপদ খারিজ হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার বিধানসভার স্পিকারের হাতেই ছেড়েছিল শীর্ষ আদালত। তার পরে দু’মাস কেটে গেলেও এ বিষয়ে কোনও পদক্ষেপ করেননি বিধানসভার স্পিকার। গত রবিবার অজিত পাওয়ারের (Ajit Pawar) নেতৃত্বে এনসিপির একটি গোষ্ঠী সরকারে যোগ দিতেই নড়েচড়ে বসেছেন তিনি। তাতেই বিরোধীরা বলতে শুরু করেছে, কৌশলে শিণ্ডেকে গদি থেকে সরাতে চাইছে বিজেপি (BJP)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.