Advertisement
Advertisement
corona virus live update

মহারাষ্ট্রের মুখ্যসচিব সঞ্জয় কুমার করোনা আক্রান্ত, রয়েছেন হোম আইসোলেশনে

দুশ্চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ।

Maharashtra’s Chief Secretary goes into home isolation after testing positive for Covid-19 ।Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 28, 2020 8:22 am
  • Updated:October 4, 2020 8:25 am  

আনলক পর্বের বেশ কয়েকটি ধাপ পেরিয়ে করোনা সংক্রমণের মাঝেই স্বাভাবিকের পথে ভারত। এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৬০ লক্ষ ৭৪ হাজার ৭০৩ জন। মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৫৪২ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৫০ হাজার ৫৮০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৮৩৭ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট  (Corona LIVE UPDATE):

রাত ১০.৩৯: মহারাষ্ট্রের মুখ্যসচিব সঞ্জয় কুমার করোনা আক্রান্ত। হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।

Advertisement

রাত ১০.৩৬: মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় আত্মঘাতী দু’জন করোনা রোগী।

রাত ১০.২৭: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৩২৯ জন।

রাত ৯.৪১: কোভিডবিধি মেনেই পুণ্যার্থীরা ঢুকতে পারবেন সবরীমালায়।

রাত ৯.৩১: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১৪,৪৫৭ জন।

রাত ৯.০১: মধ্যপ্রদেশে আক্রান্ত আরও ১,৯৫৭ জন।

রাত ৯: করোনা পজিটিভ ছত্রধর মাহাতো। তাই হাজিরার জন্য তাঁকে ১৪ দিন সময় দিল বিশেষ এনআইএ আদালত। পাশাপাশি ইউএপিএ ধারা, হাউস অ্যারেস্ট-সহ ছত্রধরকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে আদালতে আবেদন জানিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তাদের সেই আবেদনের শুনানিও সোমবার স্থগিত রেখেছে আদালত। ১২ অক্টোবর মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।

রাত ৮.৫৮: কর্ণাটকে আক্রান্ত আরও ৬,৮৯২ জন।

রাত ৮.৪৪: মধ্যপ্রদেশে আক্রান্ত আরও ১,৯৫৭ জন।

রাত ৮.৪১: হরিয়ানায় আক্রান্ত আরও ১,৬৩০ জন।

রাত ৮.৪০: বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের এগিয়ে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৫৮ জন। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬১৮ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৫৮০ জন। সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮৩৭ জন।

রাত ৮.৩৭: পাঞ্জাবে আক্রান্ত আরও ১,২৭১ জন।

রাত ৮.২২: ইন্দোরে খুলল ধর্মীয় স্থান।

রাত ৮: করোনা পিছু ছাড়ছে না জনপ্রতিনিধিদের। দক্ষিণ দমদমে পুরপ্রশাসনের প্রধান পাঁচুগোপাল রায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগেই। সোমবার খবর এল পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য প্রবীর পাল আক্রান্ত। পাঁচুবাবু সম্প্রতি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। প্রবীরবাবু হোম কোয়ারেন্টিনে আছেন। দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশাসক মন্ডলীর সদস্য প্রবীরবাবু। এদিন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই পুরসভার কয়েকজন কো-অর্ডিনেটর করোনায় আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি আক্রান্ত হয়েছিলেন পুরসভার বিভিন্ন দফতরের প্রায় পনের কর্মী। ফলে বেশ কিছুদিন পুরসভার জরুরী পরিষেবা ছাড়া বাকি কাজকর্ম বন্ধ রাখা হয়েছিল। ধীরে তা স্বাভাবিক হচ্ছে।

সন্ধে ৭.৫২: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত আরও ১,৯৮৪ জন।

সন্ধে ৭.৪৬: মহারাষ্ট্রে আক্রান্ত ১১,৯২১ জন।

সন্ধে ৭.৩৫: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৫,৪৮৭ জন।

সন্ধে ৭.২৮: ঝাড়খণ্ডে বেসরকারি ল্যাবরেটরিতে ৫৫০ টাকাতেই করা যাবে অ্যান্টিজেন টেস্ট।

সন্ধে ৭.২৩: মণিপুরে আক্রান্ত আরও ১৭৮ জন।

সন্ধে ৬.৪৩: জম্মু-কাশ্মীরে আক্রান্ত আরও ৮২৪ জন।

সন্ধে ৬.৪১: রাজস্থানে আক্রান্ত আরও ২ হাজার ১১২ জন।

সন্ধে ৬.৩১: করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর স্ত্রী ঊষা মিশ্র।

সন্ধে ৬.৩০: কোভিড বিধি ভাঙলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।

সন্ধে ৬.২৮: করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় মঙ্গলবার কেরলে সর্বদল বৈঠকের ডাক।

সন্ধে ৬.০১: উত্তরাখণ্ডে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু আন্তঃরাজ্য বাস পরিষেবা।

বিকেল ৫.৫০: গোয়ার ডিজিপি মুকেশ কুমার মীনা করোনা আক্রান্ত। ভরতি রয়েছেন হাসপাতালে।

বিকেল ৫.৩৪: পুজোর আগেই যাত্রীদের জন্য সুখবর। এবার রবিবারেও মিলবে কলকাতা মেট্রো পরিষেবা।

বিকেল ৫.২৩: মিজোরামে নতুন করে আক্রান্ত ৪৪ জন।

বিকেল ৫.২২: দুর্গাপুজো সংক্রান্ত গাইডলাইন প্রকাশ নবান্নের। খোলামেলা প্যান্ডেল করতে হবে। দর্শনার্থীদের ঢোকা এবং বেরনোর রাস্তা আলাদা করতে হবে। বাধ্যতামূলক মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার। করা যাবে না সাংস্কৃতিক অনুষ্ঠান। অঞ্জলি এবং দশমীতে বিসর্জনের ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। এছাড়া চলতি বছরে কার্নিভাল হবে না বলেও উল্লেখ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিকেল ৫.০৮: “আগের চেয়ে আমি অনেক সুস্থ আছি। যদি এরকমই থাকি তবে আগামী ১-২দিনের মধ্যে ছাড়া পাব”, জানালেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। 

বিকেল ৪.৫৫: বাড়ছে সংক্রমণ। রাত ১০টা থেকে আহমেদাবাদের ২৭টি জায়গায় জারি নাইট কারফিউ।

বিকেল ৪.৪৪: ২০২১ সালের শুরুতেই দেশে আসবে কোভিড ভ্যাকসিন, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।

দুপুর ৩.২০: পুদুচেরিতে আক্রান্ত আরও ২৮৬ জন। 

দুপুর ২.৫০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৮৯ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ৪ জনের।

দুপুর ১.৩২: বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ ও ডাকবিভাগের যৌথ অভিনব উদ্যোগ। মহামারী আবহে যে সমস্ত পুন্যার্থীরা মন্দিরে আসতে পারছেন না, তাঁদের বাড়িতে পৌঁছে যাবে প্রসাদ। 

বেলা ১২.৫০: মহামারী পরিস্থিতিতে ফসলের উচ্ছিষ্ট পোড়ানো নিয়ে কেন্দ্র ও উত্তর ভারতের একাধিক রাজ্যকে চিঠি দিল কেন্দ্র সরকার। 

সকাল ১১.৫৫: করোনা আক্রান্ত পরীক্ষার্থীরা কমন ল এন্ট্রাস টেস্ট বা ক্ল্যাটে বসতে পারবেন। জানাল সুপ্রিম কোর্ট।

সকাল ১১.২০: করোনা আবহে সিভিল সার্ভিস পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে জানাল UPSC। মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর।

সকাল ১০.৫০; মাস্ক না পরলেই মীরাটে জরিমানা করছে পুলিশ।

সকাল ১০.০০: করোনা ভাইরাস কী বাতাসে চলাচল করতে পারে? জানতে নয়া গবেষণ শুরু করল সিসিএমবি। 

সকাল ৯.২০: দেশে একদিনে করোনা আক্রান্ত ৮২ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে ১০৩৯ জনের। 

সকাল ৯.১৭: পূর্ণ হল না লক্ষ্যমাত্রা। দেশে একদিনে ৭ লক্ষের কিছু বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

সকাল ৮.৫৬: করোনা আবহে UPSC পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। সেই আবেদনের শুনানি আজ। 

সকাল ৮.৩০: দু’দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯, ৩০ তারিখ বৈঠকে বসবেন তিনি। ৬ মাস পর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 

সকাল ৮.২০: ভারতে গত ১১ দিনে সুস্থ হয়েছেন ১০ লক্ষ করোনা আক্রান্ত। তথ্য দিয়ে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কোভিডজয়ীর সংখ্যা ৫০ লক্ষ ছাড়াল। 

সকাল ৮.১৫: করোনা পরিস্থিতিতে তামিলনাড়ুতে শুরু ৪৫ দিনের বোমাই গোলু  পুতুল প্রদর্শনী।

সকাল ৮.১২: গত ৯ দিনে বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত ৩৩ হাজার। 

সকাল ৮.১০: মোট করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে। দাবি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের।

সকাল ৮.০০: সুস্থতার নিরিখে আজও শীর্ষে ভারত। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী. দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল ও আমেরিকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement