আনলক পর্বের বেশ কয়েকটি ধাপ পেরিয়ে করোনা সংক্রমণের মাঝেই স্বাভাবিকের পথে ভারত। এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৬০ লক্ষ ৭৪ হাজার ৭০৩ জন। মৃত্যু হয়েছে ৯৫ হাজার ৫৪২ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৫০ হাজার ৫৮০ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৮৩৭ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট (Corona LIVE UPDATE):
রাত ১০.৩৯: মহারাষ্ট্রের মুখ্যসচিব সঞ্জয় কুমার করোনা আক্রান্ত। হোম আইসোলেশনেই রয়েছেন তিনি।
রাত ১০.৩৬: মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় আত্মঘাতী দু’জন করোনা রোগী।
রাত ১০.২৭: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৩২৯ জন।
329 fresh positive cases reported in Arunachal Pradesh today. The total number of cases in the state rises to 9,332 including 6,592 recoveries, 2,725 active cases and 15 deaths: State Government pic.twitter.com/pq4Tu0LQGC
— ANI (@ANI) September 28, 2020
রাত ৯.৪১: কোভিডবিধি মেনেই পুণ্যার্থীরা ঢুকতে পারবেন সবরীমালায়।
রাত ৯.৩১: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১৪,৪৫৭ জন।
Total number of COVID19 cases in the state now stands at 14,457 including 3,650 active cases, 10,607 recovered and 175 deaths: Himachal Pradesh Health Department pic.twitter.com/XbvIfhiZYH
— ANI (@ANI) September 28, 2020
রাত ৯.০১: মধ্যপ্রদেশে আক্রান্ত আরও ১,৯৫৭ জন।
Madhya Pradesh reported 1,957 new coronavirus cases, 2,373 recoveries and 35 deaths, taking total cases to 1,24,166 including 99,944 recoveries, 2,242 deaths and 21,980 active cases: State Health Department pic.twitter.com/5X08cGPvRd
— ANI (@ANI) September 28, 2020
রাত ৯: করোনা পজিটিভ ছত্রধর মাহাতো। তাই হাজিরার জন্য তাঁকে ১৪ দিন সময় দিল বিশেষ এনআইএ আদালত। পাশাপাশি ইউএপিএ ধারা, হাউস অ্যারেস্ট-সহ ছত্রধরকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে আদালতে আবেদন জানিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তাদের সেই আবেদনের শুনানিও সোমবার স্থগিত রেখেছে আদালত। ১২ অক্টোবর মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক।
রাত ৮.৫৮: কর্ণাটকে আক্রান্ত আরও ৬,৮৯২ জন।
Karnataka reported 6,892 new COVID-19 cases, 7,509 discharges and 59 deaths, taking total cases to 5,82,458 including 4,69,750 discharges and 8,641 deaths. Number of active cases stands at 1,04,048: State Health Department pic.twitter.com/daJ4wpCM1e
— ANI (@ANI) September 28, 2020
রাত ৮.৪৪: মধ্যপ্রদেশে আক্রান্ত আরও ১,৯৫৭ জন।
Madhya Pradesh recorded 1,957 new #COVID19 cases & 35 deaths today, taking total cases to 1,24,166 including 99,944 recoveries, 2,242 deaths and 21,980 active cases: State Health Department
— ANI (@ANI) September 28, 2020
রাত ৮.৪১: হরিয়ানায় আক্রান্ত আরও ১,৬৩০ জন।
Haryana reported 1,630 COVID-19 cases, 2,421 recoveries and 24 deaths today, taking total cases to 1,25,412 including 1,08,411 recoveries, 1,331 deaths and 15,670 active cases: State Health Department pic.twitter.com/AEronFPvoW
— ANI (@ANI) September 28, 2020
রাত ৮.৪০: বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৫ জন। দৈনিক সংক্রমণের নিরিখে ফের এগিয়ে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্ত হয়েছেন ৬৫৮ জন। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৬১৮ জন। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫০ হাজার ৫৮০ জন। সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮৩৭ জন।
রাত ৮.৩৭: পাঞ্জাবে আক্রান্ত আরও ১,২৭১ জন।
Punjab reported 1,271 new #COVID19 cases, 2,033 recoveries, and 46 deaths today, taking total positive cases to 1,11,375, including 90,345 discharges, 3,284 deaths, and 17,746 active cases: State Health Department, Govt of Punjab pic.twitter.com/snyz7wtp71
— ANI (@ANI) September 28, 2020
রাত ৮.২২: ইন্দোরে খুলল ধর্মীয় স্থান।
Madhya Pradesh: Indore administration allows reopening of religious places for devotees, issues guidelines in view of COVID-19.
— ANI (@ANI) September 28, 2020
রাত ৮: করোনা পিছু ছাড়ছে না জনপ্রতিনিধিদের। দক্ষিণ দমদমে পুরপ্রশাসনের প্রধান পাঁচুগোপাল রায় আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগেই। সোমবার খবর এল পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য প্রবীর পাল আক্রান্ত। পাঁচুবাবু সম্প্রতি সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। প্রবীরবাবু হোম কোয়ারেন্টিনে আছেন। দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের প্রশাসক মন্ডলীর সদস্য প্রবীরবাবু। এদিন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই পুরসভার কয়েকজন কো-অর্ডিনেটর করোনায় আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি আক্রান্ত হয়েছিলেন পুরসভার বিভিন্ন দফতরের প্রায় পনের কর্মী। ফলে বেশ কিছুদিন পুরসভার জরুরী পরিষেবা ছাড়া বাকি কাজকর্ম বন্ধ রাখা হয়েছিল। ধীরে তা স্বাভাবিক হচ্ছে।
সন্ধে ৭.৫২: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত আরও ১,৯৮৪ জন।
37 deaths and 1,984 fresh positive cases reported in Delhi, in the last 24 hours. The total number of COVID19 cases now stands at 2,73,098 including 2,40,703 recoveries, 27,123 active cases and 5,272 deaths: Delhi Health Department pic.twitter.com/rI2PLuPjJV
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৭.৪৬: মহারাষ্ট্রে আক্রান্ত ১১,৯২১ জন।
Maharashtra reports 11,921 new #COVID19 cases, 180 deaths and 19,932 discharges today. Total cases in the state rise to 13,51,153, including 35,751 deaths and 10,49,947 discharges. Active cases stand at 2,65,033: Public Health Departent, Maharashtra pic.twitter.com/KZXOsm9FE2
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৭.৩৫: অন্ধ্রপ্রদেশে আক্রান্ত আরও ৫,৪৮৭ জন।
37 deaths and 5,487 fresh COVID19 cases reported in the state today. The total number of positive cases in the state is 6,81,161 including 63,116 active cases, 6,12,300 recoveries and 5,745: Andhra Pradesh Government
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৭.২৮: ঝাড়খণ্ডে বেসরকারি ল্যাবরেটরিতে ৫৫০ টাকাতেই করা যাবে অ্যান্টিজেন টেস্ট।
Jharkhand Health department caps the cost of Rapid Antigen Test at Rs 550 for private laboratories. Charging more than the fixed amount will be considered as the violation of Jharkhand State Epidemic Disease Regulation, 2020: State Health Department
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৭.২৩: মণিপুরে আক্রান্ত আরও ১৭৮ জন।
Manipur reported 178 new cases and 106 recoveries today, taking total cases to 10,477 including 7,982 recoveries, 64 deaths and 2,431 active cases: State Health Department, Govt of Manipur pic.twitter.com/tFQ2OHW4ZD
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৬.৪৩: জম্মু-কাশ্মীরে আক্রান্ত আরও ৮২৪ জন।
824 new #COVID19 cases (540 from Jammu & 284 from Kashmir), 1408 recoveries & 14 deaths reported in Jammu & Kashmir today. Total positive cases stand at 73,014 including 17,601 active cases, 54,267 recovered cases & 1,146 deaths: Govt of UT of Jammu & Kashmir pic.twitter.com/I3xDFrpvEx
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৬.৪১: রাজস্থানে আক্রান্ত আরও ২ হাজার ১১২ জন।
2,112 new #COVID19 cases, 1,805 discharged cases & 15 deaths reported in Rajasthan today. The total number of positive cases rises to 1,30,971 till date, including 20,043 active cases, 1,08,476 discharged cases and 1,456 deaths: State Health Department pic.twitter.com/jiR6Jk2HRu
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৬.৩১: করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রর স্ত্রী ঊষা মিশ্র।
সন্ধে ৬.৩০: কোভিড বিধি ভাঙলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের।
Strict action will be taken if #COVID19 protocols are not followed. Not more than 50 people allowed at wedding functions and not more than 20 people allowed at funerals: Kerala CM Pinarayi Vijayan
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৬.২৮: করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় মঙ্গলবার কেরলে সর্বদল বৈঠকের ডাক।
Government has decided to call an all-party meeting tomorrow to discuss the COVID-19 situation in the state. The meeting will be held via video conference: Kerala CM Pinarayi Vijayan https://t.co/54NZ3EoWWh
— ANI (@ANI) September 28, 2020
সন্ধে ৬.০১: উত্তরাখণ্ডে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু আন্তঃরাজ্য বাস পরিষেবা।
Inter-state bus services in #Uttarakhand to resume from 29th September.
— ANI (@ANI) September 28, 2020
বিকেল ৫.৫০: গোয়ার ডিজিপি মুকেশ কুমার মীনা করোনা আক্রান্ত। ভরতি রয়েছেন হাসপাতালে।
Goa DGP Mukesh Kumar Meena has tested positive for COVID-19 following which he was admitted to the hospital. His health condition is stable. He will continue taking treatment: Dr Shekhar Salkar, Manipal Hospital, Dona Paula, Goa
— ANI (@ANI) September 28, 2020
বিকেল ৫.৩৪: পুজোর আগেই যাত্রীদের জন্য সুখবর। এবার রবিবারেও মিলবে কলকাতা মেট্রো পরিষেবা।
বিকেল ৫.২৩: মিজোরামে নতুন করে আক্রান্ত ৪৪ জন।
Mizoram reports 44 new #COVID19 discharged cases in the last 24 hours. Total positive cases in the state now at 1,908 including 1,417 discharged cases & 491 active cases. No death reported till date in the state: Department of Information and Public Relations, Mizoram pic.twitter.com/ggq7gQqqz7
— ANI (@ANI) September 28, 2020
বিকেল ৫.২২: দুর্গাপুজো সংক্রান্ত গাইডলাইন প্রকাশ নবান্নের। খোলামেলা প্যান্ডেল করতে হবে। দর্শনার্থীদের ঢোকা এবং বেরনোর রাস্তা আলাদা করতে হবে। বাধ্যতামূলক মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার। করা যাবে না সাংস্কৃতিক অনুষ্ঠান। অঞ্জলি এবং দশমীতে বিসর্জনের ক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি হয়েছে। এছাড়া চলতি বছরে কার্নিভাল হবে না বলেও উল্লেখ রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
বিকেল ৫.০৮: “আগের চেয়ে আমি অনেক সুস্থ আছি। যদি এরকমই থাকি তবে আগামী ১-২দিনের মধ্যে ছাড়া পাব”, জানালেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
I am feeling much better now. If everything goes well, I will be free from the hospital in a day or two: Delhi Deputy CM Manish Sisodia to ANI over phone
Sisodia is suffering from dengue, COVID-19 & is admitted to Max hospital, Saket. pic.twitter.com/VqVm4ZvME9
— ANI (@ANI) September 28, 2020
বিকেল ৪.৫৫: বাড়ছে সংক্রমণ। রাত ১০টা থেকে আহমেদাবাদের ২৭টি জায়গায় জারি নাইট কারফিউ।
বিকেল ৪.৪৪: ২০২১ সালের শুরুতেই দেশে আসবে কোভিড ভ্যাকসিন, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
দুপুর ৩.২০: পুদুচেরিতে আক্রান্ত আরও ২৮৬ জন।
286 new #COVID19 cases, 505 discharges, and 2 deaths reported in Puducherry today, taking the total number of positive cases to 26,685 so far, including 5,013 active cases, 21,156 recovered cases & 515 deaths till date: State Health Department, Govt of Puducherry pic.twitter.com/1PNk6gsupW
— ANI (@ANI) September 28, 2020
দুপুর ২.৫০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৮৯ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ৪ জনের।
189 police personnel tested positive for #COVID19 and 4 died in the last 24 hours, taking total cases to 22,818 in the force including 19,385 recoveries, 3,188 active cases and 245 deaths: Maharashtra Police pic.twitter.com/VsWukXSwin
— ANI (@ANI) September 28, 2020
দুপুর ১.৩২: বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ ও ডাকবিভাগের যৌথ অভিনব উদ্যোগ। মহামারী আবহে যে সমস্ত পুন্যার্থীরা মন্দিরে আসতে পারছেন না, তাঁদের বাড়িতে পৌঁছে যাবে প্রসাদ।
বেলা ১২.৫০: মহামারী পরিস্থিতিতে ফসলের উচ্ছিষ্ট পোড়ানো নিয়ে কেন্দ্র ও উত্তর ভারতের একাধিক রাজ্যকে চিঠি দিল কেন্দ্র সরকার।
Delhi High Court issues notice to all respondents including the centre, on a plea seeking direction to stop stubble burning in Punjab, Haryana & UP, in view of #COVID19 situation. Bench of Justice DN Patel & Justice Prateek Jalan slated the matter for further hearing on 22nd Oct.
— ANI (@ANI) September 28, 2020
সকাল ১১.৫৫: করোনা আক্রান্ত পরীক্ষার্থীরা কমন ল এন্ট্রাস টেস্ট বা ক্ল্যাটে বসতে পারবেন। জানাল সুপ্রিম কোর্ট।
Supreme Court allows a #COVID19 positive aspirant to take Common Law Admission Test, 2020 (CLAT) examination in isolation, today.
— ANI (@ANI) September 28, 2020
সকাল ১১.২০: করোনা আবহে সিভিল সার্ভিস পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়। সুপ্রিম কোর্টে জানাল UPSC। মামলার পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর।
Union Public Service Commission (UPSC) tells Supreme Court that it’s impossible to defer Civil Services exams any further. SC was hearing a plea filed by UPSC aspirants, seeking postponement of upcoming Civil Services (prelims) Exam’20. UPSC asked to file an affidavit by tomorrow
— ANI (@ANI) September 28, 2020
সকাল ১০.৫০; মাস্ক না পরলেই মীরাটে জরিমানা করছে পুলিশ।
Meerut: Police penalises people who were found to be not wearing masks, in the wake of #COVID19 pandemic. Buses of Uttar Pradesh State Road Transport Corporation also checked, to look for violators. pic.twitter.com/S2vEpgNHrp
— ANI UP (@ANINewsUP) September 28, 2020
সকাল ১০.০০: করোনা ভাইরাস কী বাতাসে চলাচল করতে পারে? জানতে নয়া গবেষণ শুরু করল সিসিএমবি।
সকাল ৯.২০: দেশে একদিনে করোনা আক্রান্ত ৮২ হাজার ১৭০ জন। মৃত্যু হয়েছে ১০৩৯ জনের।
India’s #COVID19 tally crosses 60-lakh mark with a spike of 82,170 new cases & 1,039 deaths reported in the last 24 hours.
Case tally stands at 60,74,703 including 9,62,640 active cases, 5,01,6521 cured/discharged/migrated & 95,542 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/pxCS5ar40u
— ANI (@ANI) September 28, 2020
সকাল ৯.১৭: পূর্ণ হল না লক্ষ্যমাত্রা। দেশে একদিনে ৭ লক্ষের কিছু বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।
7,19,67,230 samples tested up to 27th September for #COVID19. Of these, 7,09,394 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/gGNHNYxNLO
— ANI (@ANI) September 28, 2020
সকাল ৮.৫৬: করোনা আবহে UPSC পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। সেই আবেদনের শুনানি আজ।
Supreme Court to hear a plea filed by UPSC aspirants today, seeking postponement of upcoming Civil Services exam. The petition seeks postponement of the Civil Services exam for 2 to 3 months, in the wake of flood/rainfall in parts of the country and #COVID19 pandemic. pic.twitter.com/jDTMKPTP4A
— ANI (@ANI) September 28, 2020
সকাল ৮.৩০: দু’দিনের সফরে আজ উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯, ৩০ তারিখ বৈঠকে বসবেন তিনি। ৬ মাস পর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
সকাল ৮.২০: ভারতে গত ১১ দিনে সুস্থ হয়েছেন ১০ লক্ষ করোনা আক্রান্ত। তথ্য দিয়ে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। কোভিডজয়ীর সংখ্যা ৫০ লক্ষ ছাড়াল।
India’s total recoveries cross 50 lakh mark. The last 10 lakh recoveries were added in just 11 days: Union Ministry of Health and Family Welfare #COVID19 pic.twitter.com/QwxILBybqV
— ANI (@ANI) September 28, 2020
সকাল ৮.১৫: করোনা পরিস্থিতিতে তামিলনাড়ুতে শুরু ৪৫ দিনের বোমাই গোলু পুতুল প্রদর্শনী।
Tamil Nadu: 45-day ‘Bommai Golu’ dolls exhibition began in Coimbatore on Sept 19,ahead of Navaratri.
Manager says, “This yr 15 artisans participated due to #COVID19. The exhibition is a medium for them to exhibit their work. We’ve forayed into online sales this yr to help them” pic.twitter.com/yD7xvwEoFo
— ANI (@ANI) September 28, 2020
সকাল ৮.১২: গত ৯ দিনে বেঙ্গালুরুতে করোনা আক্রান্ত ৩৩ হাজার।
সকাল ৮.১০: মোট করোনা আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে। দাবি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের।
সকাল ৮.০০: সুস্থতার নিরিখে আজও শীর্ষে ভারত। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী. দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল ও আমেরিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.