সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একযোগে নতুন রাজ্যপাল পেল দেশের ১২টি রাজ্য। সেই সঙ্গে নতুন উপরাজ্যপাল পেল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং লে। রবিবার রাষ্ট্রপতি ভবন (Rastrapati Bhaban) থেকে বিবৃতি দিয়ে ১২ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজভবনের নতুন বাসিন্দাদের নাম জানিয়ে দেওয়া হয়। যে যে রাজ্যগুলিতে রাজ্যপাল বদলাল তার মধ্যে রয়েছে বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যও।
এক নজরে নতুন রাজ্যপালরা:
১। অরুণাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন কে টি পারনাইক
২। সিকিমের নতুন রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য
৩। ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হলেন সি পি রাধাকৃষ্ণণ
৪। হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা
৫। অসমের নতুন রাজ্যপাল হলেন গুলাব চাঁদ কাটারিয়া
৬। অন্ধ্রপ্রদেশের নতুন রাজ্যপাল হলেন এস আবদুল নাজির
৭। ছত্তিশগড়ের নতুন রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচরণ
৮। মণিপুরের নতুন রাজ্যপাল হলেন অনুসূয়া উইকে
৯। নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হলেন লা গণেশন
১০। মেঘালয়ের নতুন রাজ্যপাল হলেন ফাগু চৌহান
১১। বিহারের নতুন রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর
১২। মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হলেন রমেশ বাইস
১৩। লাদাখের উপরাজ্যপাল হলেন ব্রিগেডিয়ার বি ডি মিশ্রা
যে রাজ্যগুলিতে রাজ্যপাল বদলাল সেগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মহারাষ্ট্র (Maharastra)। সেরাজ্যের বিদায়ী রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিলেন। সেই ভগত সিং কোশিয়ারিকে সরানো হল। রাজ্যপাল বদলানো হল বিহারেও (Bihar)। আসলে এই দুটি রাজ্যেই পরিবর্তিত জোট সমীকরণের জন্য বেশ চাপে বিজেপি (BJP)। তাই অন্তত রাজভবনে (Raj Bhaban) এমন কাউকে বসাতে চাইছে যাতে রাজ্য প্রশাসনের খামতিগুলি রাজভবনের মাধ্যমে তুলে ধরা যায়। সম্ভবত একই কারণে বদলানো হয়েছে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডের রাজ্যপালকে। এই রাজ্যগুলিতেও বিজেপি এখন অনেকটা দুর্বল।
আসলে লোকসভা ভোটের আর বাকি মাত্র ১৪ মাস। এখন থেকেই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বিরোধীরা বলছে, লোকসভার আগে দলীয় স্তরে তো বটেই, প্রশাসনিক স্তরেও কোনওরকম খামতি রাখতে নাজার বিজেপি। সেকারণেই রবিবার একযোগে ১২ রাজ্যের রাজ্যপাল বদলে ফেলল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.