Advertisement
Advertisement
Maharashtra

সঙ্গিনীর খোঁজে ৩০০ কিমি পাড়ি ! মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানায় পৌঁছল পুরুষ বাঘ

অক্টোবরের তৃতীয় সপ্তাহে যাত্রা শুরু করে দক্ষিণ রায়।

Maharashtra Tiger Johnny travels over 300 km in search of a mate

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:November 19, 2024 4:51 pm
  • Updated:November 19, 2024 4:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের টিপেশ্বর অভয়ারণ্য থেকে তেলেঙ্গানা। ৩০০ কিমি পথ পাড়ি দিল এক পুরুষ বাঘ। তার গলায় বাঁধা রেডিও কলার থেকে জানা যাচ্ছে, ঘন জঙ্গল কিংবা বিস্তৃত কৃষিজমি- সব পার করে এসেছে সে। কিন্তু কেন? মনে করা হচ্ছে, সঙ্গিনীর খোঁজেই জনি নাম্নী বাঘটির এই সফর।

জনির বয়স ছয় থেকে আট বছরের মধ্যে। গত অক্টোবরের তৃতীয় সপ্তাহে মহারাষ্ট্রের নান্দেদ জেলার কিনওয়াত তালুকা থেকে যাত্রা শুরু করে সে। বন আধিকারিকরা তাকে প্রথম নজর করে আদিলাবাদের বোয়াথ মণ্ডলে। ততক্ষমে সে পেরিয়ে এসেছে নির্মল জেলার কুন্তলা, সারাঙ্গাপুর, মামাদা ও পেম্বি মণ্ডল। হায়দরাবাদ-নাগপুর এনএইচ-৪৪ জাতীয় সড়ক পেরিয়ে এসে সে এবার চলেছে তিরানি অঞ্চলের দিকে।

Advertisement

সত্যিই কি এই বিরাট পথ সে পেরিয়ে এসেছে স্রেফ সঙ্গিনীর খোঁজে? আদিলাবাদের জেলা অরণ্য আধিকারিক প্রশান্ত বাজিরাও পাতিল জানাচ্ছেন, ”পুরুষ বাঘের প্রায়ই এমন বিরাট পথ পেরিয়ে যায় যখন তারা একটিও বাঘিনীর সন্ধান পায় না নিজের এলাকায়।”

প্রসঙ্গত, ১০০ কিলোমিটার দূর থেকেও বাঘিনীদের শরীর থেকে নির্গত রাসায়নিকের গন্ধ পায় পুরুষ বাঘ! সম্ভাব্য সঙ্গিনীর সন্ধানে এর পর শুরু হয় তার কামোন্মত্ত অভিসার। কিন্তু জনির এই সফর পুরোটাই স্রেফ ‘রোম্যান্টিক’ ছিল না। এই পথ পেরতে সে পাঁচটি শাবককে হত্যা করেছে। চেষ্টা করেছে গরু শিকারেরও।
গত বছর দেখা মিলেছিল মহারাষ্ট্রের এক বাঘের। সে অবশ্য সঙ্গিনীর সন্ধানে পেরিয়ে গিয়েছিল ২ হাজার কিমি। তারও আগে ২০২২ সালে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল পুরুষ বাঘ। আর তা মূলত বাঘেদের মিলন ঋতুতেই। ফলে সেক্ষেত্রেও বাঘিনীর সন্ধানেই তারা পাড়ি দিয়েছিল বলে মনে করা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement