সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট যত এগিয়ে আসছে ততই যেন ছন্নছাড়া হচ্ছে ইন্ডিয়া শিবির। যে রাজ্যগুলিতে ইন্ডিয়ার (INDIA) আসনরফা সহজেই হয়ে যাবে বলে শুরু থেকে দাবি করছিল কংগ্রেস, সেই রাজ্যগুলিতেই এখন চরমে জটিলতা। যার জ্বলন্ত উদাহরণ মহারাষ্ট্র। মারাঠাভূমে এই মুহূর্তে কার্যত ছন্নছাড়া অবস্থা মহা বিকাশ আঘাড়ির।
গত কয়েকদিন ধরেই আসনরফা নিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বিবাদ চলছিল বঞ্চিত বহুজন বিকাশ আঘাড়ির (BVA) প্রকাশ আম্বেদকরের। সেই বিবাদ চরমে রূপ নেয় মঙ্গলবার। বুধবার সরকারিভাবে আম্বেদকরের পৌত্র জানিয়ে দিলেন, লোকসভায় একলা চলো নীতি নিচ্ছে তাঁর দল। প্রকাশ বুধবার আটটি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের নামও ঘোষণা করেছেন। তিনি নিজে লড়বেন অকোলা কেন্দ্রে। ১৯৯৮ সালে ওই কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি।
কেন জোট ভাঙল, প্রকাশ আম্বেদকর বলছেন, মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা (ইউবিটি) এবং এনসিপির (শরদচন্দ্র পওয়ার) সঙ্গে তাঁর আলোচনা ফলপ্রসু হয়নি। প্রকাশের বক্তব্য, “আমরা আলোচনার জন্য অনেক সময় ব্যয় করেছি। কিন্তু কোনও ফল মেলেনি।” তাঁর নিশানায় ছিল শিব সেনার উদ্ধব শিবির। পালটা এসেছে উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) তরফেও। তিনি বলছেন, VBA আমাদের ২৫ আসনের তালিকা দিয়েছিল। আমরা পাঁচ আসন ছাড়তে রাজি ছিলাম। তিনি জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তাতে কার সুবিধা হচ্ছে, সেটা তিনিই ভালো বুঝবেন।”
এদিকে আসন সমঝোতা নিয়ে একগুয়ে মনোভাবের জন্য শিব সেনার উদ্ধব শিবিরকে নিশানা করেছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমও। আসলে মুম্বইয়ের একটি আসনে লড়তে চেয়েছিলেন সঞ্জয়। কিন্তু উদ্ধব শিবির কোনওভাবেই ওই আসনটি কংগ্রেসকে (Congress) ছাড়েনি। তাতেই ক্ষোভ সঞ্জয়ের। তাঁর অভিযোগ, জোটের নামা দাদাগিরি করছেন উদ্ধব। তাঁর সাফ কথা, এক সপ্তাহের মধ্যে তাঁকে প্রার্থী না করা হলে অন্য সিদ্ধান্তের কথা ভাববেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.