Advertisement
Advertisement

Breaking News

Eknath Shinde

‘১০০ আসন চাই’, মহারাষ্ট্রে ভোটের মুখে হুঙ্কার শিণ্ডে সেনার, অস্বস্তিতে বিজেপি

লোকসভার ফলাফলের নিরিখে বিধানসভায় আসন বণ্টন চাইছে বিজেপির শরিক দলগুলি।

Maharashtra seat-sharing talks in NDA, Eknath Shinde's Sena wants 100 seats
Published by: Subhajit Mandal
  • Posted:June 21, 2024 2:14 pm
  • Updated:June 21, 2024 3:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের খারাপ ফল মহারাষ্ট্রের শাসক জোটের অন্দরের রসায়নকে রীতিমতো ভঙ্গুর করে তুলেছে। সুযোগ বুঝে দর হাঁকছেন একনাথ শিণ্ডে(Eknath Shinde)। অজিত পওয়ারও বাগ মানতে নারাজ। সব মিলিয়ে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির।

লোকসভায় মহারাষ্ট্রের শাসক জোটের তরফে ২৮ আসনে লড়ে বিজেপি। একনাথ শিণ্ডের শিব সেনা লড়েছিল ১৫ আসনে। বাকি ৫ আসন যায় অজিত পওয়ার শিবিরের হাতে। ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে ২৮ আসনের মধ্যে মাত্র ৯টি জিতেছে বিজেপি। সে তুলনায় স্ট্রাইক রেট বেশি একনাথ শিণ্ডের শিব সেনার। শিণ্ডে সেনা ১৫টি আসনের মধ্যে জিতেছে ৭টি। আর এনসিপি জিতেছে মাত্র এক আসন। লোকসভার এই ফলাফলের নিরিখে একনাথ শিণ্ডে শিবিরের এখন মনে হচ্ছে, আসন্ন বিধানসভাতেও বেশিরভাগ আসন তাঁদের প্রাপ্য।

Advertisement

[আরও পড়ুন: হলং বাংলোয় শর্ট সার্কিট কীভাবে? নেপথ্যে উঠে আসছে ইঁদুরের গল্প!]

সূত্রের খবর, একনাথ শিণ্ডে শিবির লোকসভার ফলের নিরিখে বিধানসভায় আসন বাটোয়ারা চাইছে। সেই হিসাবে তাঁদের অন্তত ১০০টি আসন পাওয়া উচিত বলে মনে করছেন শিব সেনার নেতারা। শিণ্ডে-ঘনিষ্ঠ শিব সেনা নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাম কদম বৃহস্পতিবার দলের একটি কর্মসূচিতে প্রকাশ্যেই বলে দিয়েছেন, ‘‘মহারাষ্ট্রের ২৮৮টি লোকসভা আসনের মধ্যে আমাদের অন্তত ১০০টিতে লড়া উচিত।’’ অর্থাৎ দাবি স্পষ্ট, অন্তত ১০০ আসন তাঁদের চায়। বেশি হলে আরও ভালো।

Advertisement

[আরও পড়ুন: সকাল থেকেই আকাশের মুখভার, প্রাক বর্ষার বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে মুক্তি]

আগামী অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা ভোট। ২০১৯ সালের বিধানসভা ভোটে সে রাজ্যে বিজেপি ১৫২ এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা ১২৪টিতে লড়েছিল। সেই সূত্র ধরে বিজেপি যদি এবারও দেড়শো আসনে লড়তে চায়, তাহলে একনাথ শিণ্ডেদের জন্য ১০০ আসন ছাড়া কার্যত অসম্ভব। কারণ মহারাষ্ট্রের শাসক জোটে একটা বড় সংখ্যার  আসনে লড়তে চাইবেন অজিত পওয়ারও। তাছাড়া জোটে অনেক ছোট ছোট শরিকও রয়েছেন। সব মিলিয়ে শরিকি এই কোন্দল মেটাতে এবার রীতিমতো বেগ পেতে হবে গেরুয়া শিবিরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ