Advertisement
Advertisement
Maharashtra Politics

Ajit Pawar Meets Sharad Pawar: ফের মহা-রাজনীতিতে নয়া সমীকরণ? মন্ত্রিসভায় ‘পাওয়ার’ বাড়তেই শরদ পওয়ারের সঙ্গে বৈঠকে অজিত

শিণ্ডে মন্ত্রিসভার একাধিক সদস্যকে নিয়ে শরদের সঙ্গে দেখা অজিতের।

Maharashtra Politics: The group of leaders led by Deputy CM Ajit Pawar called on NCP Chief Sharad Pawar on Sunday | Sangbad Pratidin
Published by: Sangbad Pratidin Video Team
  • Posted:July 16, 2023 6:13 pm
  • Updated:July 16, 2023 6:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দু’সপ্তাহ আগেই মহারাষ্ট্র রাজনীতিতে ঝড় তুলেছিলেন অজিত পওয়ার। আচমকা নিজের দল এনসিপির (NCP) অভ্যন্তরে ‘বিদ্রোহ’ ঘোষণা করেছিলেন তিনি। একনাথ শিণ্ডে (Eknath Shinde) সরকারের উপমুখ্যমন্ত্রী (Deputy CM Ajit Pawar) হিসেবে শপথও নিয়েছিলেন অজিত পওয়ার। কিন্তু হঠাৎই আবার ছন্দপতন? ফের জল্পনা উসকে মহারাষ্ট্র সরকারের (Maharashtra Government) একাধিক মন্ত্রী-সহ ভাইপো অজিত দেখা করলেন কাকা শরদ পওয়ারের (Sharad Pawar) সঙ্গে। রবিবার বিকেলে এনসিপি সুপ্রিমোর অফিসে সাক্ষাৎ হয় তাঁদের।

অজিত-শরদের এই বৈঠকের পরেই ফের গুঞ্জন শুরু হয়েছে মারাঠা-ভূমে। মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া কোনও সমীকরণের ইঙ্গিতের কথাও দাবি করছেন কেউ কেউ। যদিও অজিত শিবিরের দাবি, সৌজন্য সাক্ষাৎ হয়েছে তাঁদের! এমনকী সিনিয়র পওয়ারের কাছে দলের ঐক্যবদ্ধতার বার্তাও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রফুল্ল প্যাটেলদের তরফে। এদিন অজিতের সঙ্গে ছিলেন প্রফুল্ল প্যাটেল, নরহরি জিরওয়াল, রাজ্যের মন্ত্রী ছগান ভুজওয়াল, দিলীপ ওয়ালসে পাটিল, হাসান মুশরিফ, ধনঞ্জয় মুন্ডে, অদিতি তাতকরে-সহ অন্যান্যরা। সূত্রের দাবি, এই সাক্ষাতে দলের ‘বিদ্রোহী’ নেতারা এনসিপিকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে উদ্যোগ নিতে বলেছেন। যদিও এই বিষয়ে দলের প্রধানের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি বলেই খবর।

Advertisement

[আরও পড়ুন: ফের বঁদায়ু কাণ্ডের ছায়া! বোনের সামনেই ‘গণধর্ষণ’ দিদিকে, অভিযুক্ত বিজেপি নেতার ছেলে]

উল্লেখ্য, ২ জুলাই এনসিপির প্রায় ৪০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে শিবসেনার (Shivsena) ‘বিদ্রোহী নেতা’ একনাথ শিণ্ডে সরকারে যোগ দেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা অজিত পওয়ার। এমনকী ওইদিন বিকেলেই সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথও নেন অজিত। শরদের দলে শুরু হয় টানাপোড়েন। দলের ভবিষ্যৎ নিয়েও জল্পনা চরমে ওঠে রাজনৈতিক মহলে। কাকা-ভাইপোর বিচ্ছেদে ‘বিপদে’ পড়েন এনসিপির বাকি নেতারাও। কিন্তু একনাথ সরকারে গুরুত্ব বাড়িয়ে অর্থমন্ত্রক পাওয়ার পরেই ফের কাকার বাড়িতে যান অজিত। শরদের স্ত্রীকে দেখতে যান তিনি। এরপরেই ফের এই সাক্ষাৎ নিয়েও চর্চা শুরু হয়েছে সর্বত্র।

[আরও পড়ুন: মণিপুরে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলার, মুখ বিকৃত করে পালাল দুষ্কৃতীরা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement