Advertisement
Advertisement

Breaking News

Dhruv Rathee

স্পিকার কন্যাকে নিয়ে ভুয়ো বার্তা! ধ্রুব রাঠির বিরুদ্ধে FIR, কী বললেন ইউটিউবার?

অভিযোগ তোলা হয়, 'বাবা স্পিকার হওয়ায় UPSC পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন বিড়লা কন্যা।'

Maharashtra police files case against YouTuber Dhruv Rathee over parody account's post on X
Published by: Amit Kumar Das
  • Posted:July 13, 2024 8:27 pm
  • Updated:July 13, 2024 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভার স্পিকার ওম বিড়লার কন্যার চাকরি নিয়ে ভুয়ো বার্তা ছড়ানোর অভিযোগ উঠল ধ্রুব রাঠির (Dhruv Rathee) বিরুদ্ধে! এই ঘটনায় এবার ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মহারাষ্ট্র সাইবার ক্রাইম বিভাগ। যার জেরে ফের বিপাকে পড়লেন ধ্রুব। যদিও ওই ভুয়ো বার্তার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করে মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

ওম বিড়লার কনিষ্ঠ কন্যা অঞ্জলি বিড়লার ইউপিএসসি (UPSC) পাশ নিয়ে সোশাল মিডিয়ায় সম্প্রতি শুরু হয়েছিল বিতর্ক। অভিযোগ ওঠে বাবা দাপুটে রাজনীতিবিদ হওয়ার সুবাদে পরীক্ষা না দিয়েই পাশ করে গিয়েছেন অঞ্জলি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ‘ভুয়ো’ পোস্টের তদন্তে নামে মহারাষ্ট্র সাইবার ক্রাইম বিভাগ। জানা যায়, @dhryvrathee শীর্ষক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট করা হয়েছিল। এই ঘটনার জেরেই ধ্রুব রাঠির বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ (Maharashtra police)। জানা যায়, ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী, অসম্মান, ইচ্ছাকৃত অবমাননা, শান্তি বিঘ্নিত এবং ভুয়ো মন্তব্য করার অভিযোগের পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের ধারাতেও মামলা হয় ধ্রুব রাঠির বিরুদ্ধে।

Advertisement

[আরও পড়ুন: জনজাতি যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ ত্রিপুরা, পঞ্চায়েতের মনোনয়ন ঘিরেও রাজনৈতিক হিংসা]

অভিযোগ দায়ের করার পরই সোশাল মিডিয়ায় মুম্বই পুলিশের বিরুদ্ধে সরব হন ইউটিউবার ধ্রুবরাঠি। মুম্বই পুলিশের বিরুদ্ধে তোপ দেগে ধ্রুব লেখেন, ‘যান চোখ খুলে দেখুন। এই পোস্টটি এক্স হ্যান্ডেলের একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল। আমার সঙ্গে এর কোনও লেনদেন নেই।’ এদিকে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়, সেটি একটি প্যারোডি অ্যাকাউন্ট বলে জানা যাচ্ছে। যার বায়োতে লেখা, ‘এটি একটি ফ্যান প্যারোডি অ্যাকাউন্ট। ধ্রুব রাঠির আসল অ্যাকাউন্টের সঙ্গে এর কোনও যোগ নেই।’ বিতর্ক শুরু হতেই মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, ‘ওই অ্যাকাউন্ট ধ্রুব রাঠির নাকি অন্য কারও তা আমরা তদন্ত করে দেখছি।’

[আরও পড়ুন: ওজন কমেছে সাড়ে আট কেজি, বার বার সুগার ফল! কেজরির শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন আপ]

অন্যদিকে, মুম্বই পুলিশের তরফে অভিযোগ দায়ের হওয়ার পর সেই প্যারোডি অ্যাকাউন্ট থেকে ক্ষমা চেয়ে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়েছে, ‘মহারাষ্ট্র সাইবার ক্রাইম বিভাগের নির্দেশ অনুযায়ী, আমি সমস্ত পোস্ট ডিলিট করে ফেলেছি। অঞ্জলি বিড়লাকে নিয়ে করা কমেন্টও মুছে দিয়েছি। আমি ক্ষমাপ্রার্থী। আমি তথ্য সম্পর্কে অবগত ছিলাম না। অন্য কারও এক্স হ্যান্ডেল পোস্ট থেকে তথ্য নিয়ে নিজের ওয়ালে শেয়ার করেছিলাম মাত্র।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement