Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

গৃহহীন মহিলাদের দেখে হাসি! প্রকাশ্যে ইঞ্জিনিয়ারকে চড় মহারাষ্ট্রের মহিলা বিধায়কের

ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Maharashtra MLA slaps a junior civic officer, video goes viral। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 21, 2023 12:16 pm
  • Updated:June 21, 2023 12:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুনিয়র সিভিক ইঞ্জিনিয়ারকে প্রকাশ্যে চড় মারলেন মহারাষ্ট্রের (Maharashtra) এক মহিলা বিধায়ক। ওই ইঞ্জিনিয়ারকে তিনি ‘অপদার্থ’ বলে গালাগালিও করেন বলে জানা যাচ্ছে। গীত জৈন নামের নির্দলীয় ওই বিধায়কের এহেন কীর্তির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

ঠিক কী হয়েছিল? মহারাষ্ট্রের থানে জেলার মীরা ভায়ান্দারের বিধায়ক গীতা। সেখানে একটি বাড়ি থেকে বাড়ির বাসিন্দাদের বের করে দেয় পুরসভা। কোনও নোটিস ছাড়াই। এবং সেই বাড়ি ভেঙে গুঁড়িয়েও দেওয়া হয়। বাড়ির সমস্ত বাসিন্তা এখন রাস্তায়। তাঁদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছল ওই বিধায়ক।

Advertisement

[আরও পড়ুন: বড়ঞায় প্রতীকের ফর্ম নিয়ে অশান্তির জের, রাতভর বিডিও অফিসের সামনে ধরনায় অধীর চৌধুরী]

বাড়িটি ভাঙার সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে বলতেই মেজাজ হারান গীতা। এরপরই ওই ব্যক্তির কলার ধরে চড় মারেন তিনি। কেন এভাবে মেজাজ হারালেন তিনি? সেকথা বলতে গিয়ে গীতা জানিয়েছেন, তাঁর নজরে আসে গৃহহীন অসহায় মহিলাদের কান্নায় ভেঙে পড়তে দেখে ওই ইঞ্জিনিয়ার হাসছেন। যা দেখে আর ধৈর্য ধরতে পারেননি তিনি। এরপরই তিনি তাঁকে ‘অপদার্থ’ বলে চড় মারেন।

তাঁর কথায়, ”বাড়িটির অবৈধ নির্মাণকে না ভেঙে পুরো বাড়িটাই ওরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে!” সেই সঙ্গে তাঁর অভিযোগ, বাড়ির বাসিন্দা মহিলাদের চুল ধরেও নাকি টেনেছিলেন ওই ইঞ্জিনিয়ার ও তাঁর সঙ্গীরা। আপাতত এই বিষয়টিকে বিধানসভাতেও তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের ওই বিধায়ক।

[আরও পড়ুন: রথযাত্রার সময়ই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বারান্দা, মৃত ১, ভাইরাল দুর্ঘটনার ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement