সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন জুয়া (online gambling) খেলতে গিয়ে ৫ কোটি টাকা জিতেও ৫৮ কোটি টাকা খোয়ালেন এক ব্যক্তি। প্রতারণার অভিযোগ তুলে তিনি পুলিশের দ্বারস্থ হন। সন্দেহভাজন এক বুকির বাড়িতে তল্লাশি করে ১৪ কোটি নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৪ কেজি সোনার বিস্কুট। তবে অভিযুক্ত পলাতক। পুলিশের অনুমান, সে দুবাই পালিয়েছে। ঘটনা নাগপুরের (Nagpur)।
ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, অভিযুক্ত অনন্ত ওরফে সন্টু নবরতন জৈনর সঙ্গে এক ব্যবসায়ীর আলাপ হয়। সে তাঁকে সহজে প্রচুর লাভের ‘টোপ’ দেয়। প্রাথমিক ভাবে হাওয়ালা মারফত ওই ব্যবসায়ী অনন্তকে ৮ লক্ষ টাকা দেন। এরপরই তিনি হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পান। সেটি একটি অনলাইন জুয়ার অ্যাকাউন্ট। সেখানে ৮ লক্ষ টাকা পেয়ে খেলা শুরু করেন ওই ব্যবসায়ী।
প্রাথমিক ভাবে লাভও হচ্ছিল। কিন্তু ক্রমেই ভাগ্য যেন আর সঙ্গ দিচ্ছিল না তাঁর। টানা হেরে যাচ্ছিলেন তিনি। সব মিলিয়ে ৫ কোটি টাকা জিতে ৫৮ কোটি খোয়াতে হয় তাঁকে। সন্দেহ হতেই তিনি চেপে ধরেন ওই ব্যক্তিকে। কিন্তু সে কোনও টাকা ফেরত দিতে রাজি হয়নি।
এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। পুলিশ নাগপুর থেকে ১৬০ কিমি দূরে অবস্থিত গোন্ডিয়া গ্রামে অভিযুক্তের বাড়িতে হানা দেয়। সেখান থেকে নগদ ১৪ কোটি ও ৪ কেজি সোনার বিস্কুট উদ্ধার করলেও অভিযুক্ত পলাতক। তদন্তকারী অফিসারদের অনুমান, সে সম্ভবত দেশ ছেড়ে দুবাই পালিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.