Advertisement
Advertisement
নাগরিকত্ব বিলের প্রতিবাদে পুলিশ কর্তার ইস্তফা

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে চাকরি থেকে ইস্তফা পুলিশকর্তার

অমিত শাহের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছেন ওই আইপিএস আধিকারিক।

Maharashtra IPS officer quits over controversial CAB
Published by: Paramita Paul
  • Posted:December 12, 2019 12:26 pm
  • Updated:December 12, 2019 12:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ (CAB) বিলের বিরোধিতায় উত্তাল গোটা দেশ। এবার সেই বিলের বি্রোধিতা করে পদত্যাগ করলেন এক পদস্থ পুলিশকর্তা। তাঁর অভিযোগ, “পাশ হওয়া সেই নাগরিকত্ব বিল অসংবিধানিক এবং সম্পূর্ণ সাম্প্রদায়িক।” মুম্বইয়ের আইজিপি আবদুর রহমান বৃহস্পতিবার থেকেই আর কার্যালয়ে আসবেন না জানান।

লোকসভার পর বুধবার সন্ধ্যায় রাজ্যসভায় পাশ হয়েছে বিতর্কিত নাগরিকত্ব বিল। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে এই বিল। বিলে বলা হয়েছে, আফগানিস্তান পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় পীড়নের কারণে এ দেশে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমদের বিষয়ে কোনও উল্লেখ নেই।এই বিলকে সাম্প্রদায়িক ও সংবিধান পরিপন্থী বলেও সরব হয়েছেন বিরোধীরা। এবার সেই একই সুর মুম্বইয়ের পদত্যাগী আইজির গলাতেও।

Advertisement

[আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী বিল পাশে উচ্ছ্বসিত মোদি, চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাচ্ছে কংগ্রেস]

এ প্রসঙ্গে ওই পুলিশ কর্তার দাবি, “এই বিল দেশের ধর্মীয় বহুত্ববাদ বিরোধী। আমি দেশবাসীর কাছে গণতান্ত্রিক উপায়ে এই বিলের প্রতিবাদ করার আরজি জানাচ্ছি। এটি সংবিধানের কাঠামো বিরোধীও বটে।” পুলিশকর্তা রহমান আরও বলেন, “আমি বিলের তীব্র বিরোধিতা করছি। এটি আমাদের সংবিধান পরিপন্থী। এই বিল পাশের প্রতিবাদে আমি চাকরি থেকে ইস্তফা দিচ্ছি।”

[আরও পড়ুন : রাজ্যসভায় CAB পাশে উচ্ছ্বসিত পাক হিন্দু শরণার্থী দম্পতি, সদ্যোজাতের নাম রাখলেন ‘নাগরিকতা’]

তবে এখানেই শেষ নয়। রহমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি মিথ্যাচারেরও অভিযোগ এনেছেন। তাঁর কথায়, “সংসদে বিল পেশ ও বির্তকের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একের পর এক ভ্রান্ত তথ্য, পরিসংখ্যান দিয়েছে। এমনকী ইতিহাসও বিকৃত করেছেন তিনি।” ওই শীর্ষ পুলিশকর্তার অভিযোগ, “দেশের মুসলিমদের মনে ভয় ধরাতেই এই বিল আনছে সরকার। দেশের মধ্যে বিভেদ তৈরি করাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।” এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “সংবিধানের ১৪ নম্বর ধারার পরিপন্থী এই বিল।” যদিও পুলিশ সূত্রে খবর, গত আগস্ট মাসেই ভিআরএস বা ভলান্টিয়ারি রিটায়ারমেন্টের জন্য আবেদন করেছিল আবদুর রহমান। এই কয়েক মাস সেই আবেদন মঞ্জুরির অপেক্ষাই ছিলেন তিনি।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement