Advertisement
Advertisement
জিতেন্দ্র আওহাদ

করোনার ছায়া মহারাষ্ট্রের মন্ত্রিসভায়, আক্রান্ত আবাসনমন্ত্রী জিতেন্দ্র আওহাদ

এক পুলিশ অফিসারের থেকে মন্ত্রীর সংক্রমণ ঘটেছে বলে অনুমান।

Maharashtra housing minister Jitendra Awhad tests positive for Covid-19
Published by: Bishakha Pal
  • Posted:April 24, 2020 9:14 am
  • Updated:April 24, 2020 9:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত মহারাষ্ট্রের আবাসনমন্ত্রী জিতেন্দ্র আওহাদ। কিছুদিন আগে জিতেন্দ্র আওহাদের এক নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত হন। তারপর থেকেই মন্ত্রী ও তাঁর পরিবারের ১৫ জন কোয়ারেন্টাইনে ছিলেন। ১৩ এপ্রিলের আগে তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবার তাঁর দ্বিতীয়বার লালারস পরীক্ষা করা হয়। এবার রিপোর্ট পজিটিভ এসেছে।

লকডাউন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য এপ্রিলের শুরুতে মুমব্রা থানার একজন সিনিয়র পুলিশ পরিদর্শকের সঙ্গে দেখা করেন মন্ত্রী জিতেন্দ্ আওহাদ। সন্দেহ করা হচ্ছে যে সেই পুলিশ অফিসারের থেকেই মন্ত্রীর শরীরে করোনার সংক্রমণ ঘটেছে। কারণ ওই পুলিশ কর্তার দেহেও করোনার সন্ধান মিলেছে। তিনি গত সপ্তাহে নাসিকে, নিজের শহরে ছুটিতে যাওয়ার আগে করোনা পরীক্ষা করান। তখন তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

[ আরও পড়ুন: করোনা LIVE UPDATE: প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক, আর্থিক প্যাকেজ নিয়ে আলোচনা ]

মুম্বরায় তবলিঘি জামাত সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের এই কর্মকর্তা অভিযান চালিয়েছিলেন। দিল্লির এই ঘটনার পর ১৩ জন বাংলাদেশি ও ৮ জন মালয়েশিয়ার নাগরিক-সহ ২১ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তারও করেন তিনি। ধৃত তবলিঘি জামাতর সদস্যদের প্রাথমিক করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। ফলে ওই পুলিশ কর্তার শরীরে কোথা থেকে সংক্রমণ ছড়াল, তা এখনও স্পষ্ট নয়। এমনও হতে পারে যে, মুমব্রার সংক্রামিত বাসিন্দাদের থেকে অফিসারের দেহেও করোনা সংক্রমণ ঘটে।

এদিকে পুলিশ অফিসারের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সরাসরি সংস্পর্শে এসেছেন এমন ১০০ জনেরও বেশি মানুষের লালারস পরীক্ষা করায়। তাঁদের মধ্যে জিতেন্দ্র আওহাদও ছিলেন। তাঁর শরীরে করোনা পাওয়া গিয়েছে। এছাড়া ছিলেন স্টেশন হাউসে পুলিশকর্মী, সাংবাদিক এবং আরও কয়েকজন। প্রাথমিকভাবে জানা গিয়ছে, থানের দু’জন সাংবাদিক, মুমব্রা থানার তিন পুলিশ সদস্য এবং আওহাদের সংস্পর্শে আসা ১৪ জন করোনা আক্রান্ত। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। মুমব্রা থানার ৯০ শতাংশেরও বেশি কর্মীকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। মন্ত্রী জিতেন্দ্র আওহাদের থেকে থানের প্রাক্তন সাংসদ ও এনসিপি নেতা আনন্দ পরানজাপেরও সংক্রমণের সম্ভাবনা রয়েছে।

[ আরও পড়ুন: পাশবিক! মধ্যপ্রদেশে নাবালিকাকে ধর্ষণের পর চোখ খুবলে নিল দুষ্কৃতী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement