Advertisement
Advertisement

Breaking News

সেনার থেকে ৩২০০টি গরু কিনছে মহারাষ্ট্র সরকার

কেন জানেন?

 Maharashtra Govt. to buy 3,200 military cows

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:January 8, 2019 7:39 pm
  • Updated:January 8, 2019 9:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সেনার কাছ থেকে ৩২০০টি গরু কিনতে চলেছে মহারাষ্ট্র সরকার৷ এই বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করে ফেলেছে সেরাজ্যের পশুপালন দপ্তর৷ চলতি মাসের ১৪ তারিখ থেকে শুরু হবে এই গরু কেনার প্রক্রিয়া৷

[সেনা-জঙ্গি গুলির লড়াই, পুলওয়ামায় নিকেশ জেহাদি ]

Advertisement

জানা গিয়েছে, পিম্প্রি, নাসিক, আহমেদনগর-সহ আরও কয়েকটি স্থানে তাঁদের নিজস্ব ফার্ম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ গত বছর একটি রিপোর্ট পেশ করেছিল প্রাক্তন সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল ডিবি শেকাতকরের নেতৃত্বাধীন একটি কমিটি৷ যে রিপোর্টে সেনার ব্যয় সংকোচের কথা বলা হয়েছিল৷ সেই উদ্দেশ্যে ১৮৮টি প্রস্তাব দিয়েছিল শেকাতকর কমিটি৷ যার মধ্যে, অন্যতম সেনার অধীনস্থ ফার্মগুলিকে বন্ধ করার প্রস্তাব৷ সূত্রের খবর, সেই প্রস্তাব মতোই উক্ত স্থানগুলিতে সেনার অধীনস্থ ফার্ম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ কিন্তু মন্ত্রকের চিন্তা বেড়েছিল ফার্মগুলিতে থাকা গরু নিয়ে৷

[সবরীমালায় প্রবেশ চরম অপরাধ! বিন্দুর মেয়েকে স্কুলে নিতে নারাজ কর্তৃপক্ষ]

তবে স্বরাষ্ট্রমন্ত্রকের এই চিন্তা দূর করতে এগিয়ে আসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সরকার৷ বন্ধ হতে চলা ওই ফার্মগুলি থেকেই ৩২০০টি গরুকে কিনতে চলেছে তাঁরা৷ সেরাজ্যের পশুপালন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কান্তিলাল উমাপ জানিয়েছেন, ৩২০০টি গরু রাখার জন্য নয়া গোশালা নির্মাণ করছে রাজ্য সরকার৷ তাঁদের আশা, চলতি সপ্তাহের মধ্যেই ওই নির্মাণকার্য শেষ হয়ে যাবে৷ সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী প্রতিটি গরুর জন্য হাজার টাকা করে ব্যয় করতে হবে মহারাষ্ট্র সরকারকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement