ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে অমিত শাহের সঙ্গে মহাজুটির তিন বড় নেতার বৈঠকের পর মনে হচ্ছিল, এই বুঝি মুখ্যমন্ত্রীর পদ নিয়ে সাসপেন্স কাটতে চলেছে। হয়তো বিজেপি থেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাবে রাজি হয়ে যাবেন অজিত পওয়ার এবং একনাথ শিণ্ডে। সেইমতো মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণও একপ্রকার নিশ্চিত করে ফেলা হয়েছিল। কিন্তু হঠাৎ সবটা ভেস্তে দিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন ‘কেয়ারটেকার’ মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। এবার শিণ্ডে শিবিরের নয়া দাবিতে চাপ আরও বাড়ছে বিজেপির উপর।
শুক্রবার সকালে মুম্বইয়ে মহাজুটির বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু সেই বৈঠকের ঠিক আগে আগে কেন শিণ্ডে চলে গেলেন সাতারায় নিজের গ্রামের বাড়িতে? তিনি কি তবে বিজেপির ভূমিকায় অসন্তুষ্ট? তাহলে কি ফড়ণবিসের জন্য গদি ছাড়তে রাজি নন শিণ্ডে? প্রশ্নগুলি ইতিউতি ঘোরাফেরা করছে। শিব সেনা থেকেই এই নিয়ে দুধরনের ব্যাখ্যা উঠে আসছে।
শিব সেনা (শিণ্ডে) নেতা উদয় সামন্ত বলছেন, “মুখ্যমন্ত্রী অসুস্থ। অমিত শাহর সঙ্গে সাক্ষাতের দিনও তিনি অসুস্থই ছিলেন। ঠান্ডা লেগেছে তাঁর। সেকারণেই তিনি গ্রামের বাড়িতে। এর পিছনে আর কোনও রাজনৈতিক কারণ নেই।” অন্যদিকে খানিক অন্য সুরে কথা বলছেন শিণ্ডে ঘনিষ্ঠ শিব সেনা নেতা সঞ্জয় সিরাসত। শুক্রবার তিনি বলেছেন, “মুখ্যমন্ত্রী আগামী ২৪ ঘণ্টার মধ্যে বড়সড় সিদ্ধান্ত নেবেন। একটা জিনিস স্পষ্ট তিনি মহারাষ্ট্রের রাজনীতিতে আগ্রহী। মহারাষ্ট্রেই থাকবেন, কেন্দ্রে কোনও মন্ত্রিপদ নেবেন না।” সঞ্জয়ের বক্তব্য অনুযায়ী, আজকের মধ্যেই বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেলার কথা শিণ্ডের।
উল্লেখ্য, বিজেপি চাইছে মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়ণবিসকে মুখ্যমন্ত্রী রেখে অজিত পওয়ার ও শিণ্ডেকে উপমুখ্যমন্ত্রী করা হোক। কিন্তু শিণ্ডে শিবিরের দাবি, মুখ্যমন্ত্রী থাকার পর আর উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণ করা একনাথ শিণ্ডের পক্ষে সম্ভব নয়। তবে সেই সঙ্গেই শোনা যাচ্ছিল, দ্রুত সব জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। আগামী ২-৫ ডিসেম্বরের মধ্যে শপথ নিতে পারেন মারাঠাভূমের হবু মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগে জলঘোলা করছে শিণ্ডের বাড়াবাড়ি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.